পাকিস্তানের মাটিতে সিরিজ জয় টাইগার যুবাদের

দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ জিতল টাইগার যুব দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেত সোমবার ৪ উইকেটের ব্যবধানে পাকিস্তানি যুবাদের হারিয়েছে বাংলাদেশ। আর এই জয়ের ফলে ২-১ এ সিরিজ জিতে নিল বাংলাদেশের যুবারা।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২২০ রান সংগ্রহ করে পাকিস্তান। এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন তাইব আরিফ। সিরিজে দারুণ ফর্মে থাকা আরেক ব্যাটার আরাফাত মিনহাজ করেন ৪৩ রান। বাংলাদেশ দলের হয়ে সমান ৩টি করে উইকেট নেন রাফিউজ্জামান ও রোহানাত দৌলাহ।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন আশিকুর রহমান শিবলি। এছাড়া পারেভজ রহমান অপারিজিত থাকেন ৫৭ রানে। এই দুই ব্যাটারের জোড়া অর্ধ-শতকে ১ ওভার বাকি থাকতেই সিরিজ জিতে নেয় টাইগার যুবারা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ জিসান এবং আরাফাত জিসান নেন ২টি করে উইকেট।

বুন্দেসলিগায় শীর্ষ স্থান অটুট রাখলো বায়ার্ন মিউনিখ

খেলা ডেস্ক: 

এক ম্যাচ পর জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ। লাইপজিগকে ৫-১ গোলে উড়িয়ে বুন্দেসলিগায় শীর্ষ স্থান অটুট রাখলো বায়ার্ন মিউনিখ।

এলিয়েঞ্জ এরিনায়, ম্যাচের প্রথম মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। তবে পরের মিনিটেই পাল্টা আক্রমণ থেকে দুর্দান্ত এক গোল সমতায় ফেরে সফরকারী লাইপজিগ। মাঝে দুই দলই নিজেদের গুছিয়ে নেয়। ২৫ মিনিটে লাইমার বায়ার্নকে আবারও এগিয়ে নেন। ৩৬ মিনিটে ব্যবধান ৩-১ করেন কিমিচ। ৭৫ মিনিটে দলের হয়ে চার নম্বর গোলটি করেন লা সানে। এর তিন মিনিট পরই কিমিচের বাড়ানো বল থেকে ব্যবধান ৫-১ করেন ডেভিস।

এ জয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান বায়ার্ন মিউনিখের। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লেভারকুসেন।

 

সবা:স:জু- ৪৬৫/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান