বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারব

বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারব

ডেস্ক রিপোর্ট:

আগামী বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য হওয়া বিষয়গুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। আমরা ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চাই। আর ঐকমতের বিষয়গুলো সংযুক্ত করে পরশু দিনের (বৃহস্পতিবার) মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারব আশা করছি।

৩১ জুলাইয়ের মধ্যে আমরা যেভাবে হোক সনদের চূড়ান্ত রূপ অন্তত পক্ষে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো স্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া দেওয়ার কথা উল্লেখ করে এ বিষয়ে তিনি আরও বলেন সেগুলোর মন্তব্যের জন্য অপেক্ষা করছি আগামীকাল পর্যন্ত। আশা করি প্রাথমিক পর্যায়ে যেগুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিতে পারব। তার সঙ্গে এ পর্যন্ত (দ্বিতীয় ধাপের সংলাপ) যেগুলো ঐকমত্য হয়েছে সেগুলো সংযুক্ত করে পরশু দিনের মধ্যে সনদের জায়গায় পৌঁছাব।

তত্ত্বাবধায়ক সরকার সংসদে নারী প্রতিনিধিত্ব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয়গুলো ছিল আজকের আলোচনার বিষয়বস্তু।তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কয়েকটি দলের নতুন প্রস্তাবের বিষয়ে আলী রীয়াজ আরও বলেন সেগুলো সমন্বিত করে একটি প্রস্তাব আপনাদের সামনে হাজির করতে চাচ্ছি। কারণ প্রত্যেকটি দলের নিজস্ব বক্তব্য থাকবে সেটি বিবেচনায় প্রস্তাবগুলো নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ড. বদিউল আলম মজুমদার ড. ইফতেখারুজ্জামান ড. আইয়ুব মিয়া।

ঈদুল ফিতরের আগে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাচ্ছেন ৪০০ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার:

আসন্ন ঈদুল ফিতরের আগে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাচ্ছেন ৪০০ কর্মকর্তা। প্রশাসনের পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তারা একে ‘ঈদ উপহার’ হিসেবে দেখছেন। গত শনিবার সুপিরিয়ার সিলেকশন বোর্ড (এসএসবি) এ সংক্রান্ত বৈঠক করেছে। বোর্ডের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পদোন্নতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রশাসন ক্যাডারের ২৪তম বিসিএস ব্যাচের প্রায় ৩০০ কর্মকর্তা এবং অন্যান্য ২৫টি ক্যাডারের প্রায় ১০০ কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হচ্ছেন। পাশাপাশি, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে পদোন্নতি বঞ্চিত প্রায় ৫০ জন কর্মকর্তাও তালিকায় রয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর পূর্ববর্তী সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের স্বাভাবিক নিয়মে পদোন্নতির প্রক্রিয়া শুরু করে। এরই ধারাবাহিকতায় এবার প্রায় ৪০০ কর্মকর্তার পদোন্নতির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

শিগগিরই এ সংক্রান্ত সার-সংক্ষেপ অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ) শাখার অতিরিক্ত সচিব মো. এরফানুল হক বলেন, গত শনিবার এসএসবির সভা হয়েছে। সেখানে যুগ্ম সচিব পদোন্নতির বিষয়টি ছিল। তবে কতজনকে পদোন্নতি দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।

জানা গেছে, বিসিএস ২৪ ব্যাচের বেশকিছু সংখ্যক কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। তারা পদোন্নতি পেলে তাদের জায়গায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে। পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের অনুবেদন, প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনে শৃঙ্খলা, কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা, গোয়েন্দা তথ্যসহ সামগ্রিক বিষয় এসএসবির সভা পর্যালোচনা করেছে। এতে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে ২৫, ২৭ ও ২৮ ব্যাচ থেকে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান প্রশাসনে যুগ্ম সচিবের অনুমোদিত পদ রয়েছে ৫০২টি। তবে কর্মরত রয়েছেন ৮৬২ জন কর্মকর্তা। এ পদে দ্বিগুণেরও বেশি কর্মকর্তা রয়েছেন। তার পরও আরেক দফা যুগ্ম সচিব পদোন্নতিযোগ্যদের পদোন্নতি দিতে একাধিক বৈঠক করেছে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। সভায় উপসচিব থেকে যুগ্ম সচিব পদোন্নতির জন্য নিয়মিত হিসেবে ২৪ ব্যাচকে বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রসঙ্গত এই ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ নিয়েও এক সংবাদ সম্মেলনে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য হাওয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরূপ মন্তব্য করেছিলেন। দলীয় তকমা লাগিয়ে কথা বলায় এই ব্যাচের কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিয়মিত সেই ব্যাচের প্রায় তিন শতাধিক কর্মকর্তা পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন। এ ছাড়াও অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তা ও বঞ্চিতরাও পদোন্নতি পাচ্ছেন। সব কর্মকর্তার প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের আমলনামা, এমনকি ছাত্রজীবন থেকে শুরু করে পারিবারিক সব বিষয় সম্পর্কেও গোয়েন্দা তথ্য নেওয়া হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি