স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

শরীয়তপুর সংবাদদাতা:

শরীয়তপুরের জাজিরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সোনাবান বিবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী করিম মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম। এর আগে সোমবার দিনগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বড় গোপালপুর এলাকার করিম মুন্সী ও সোনাবান বিবির দীর্ঘ ৫০ বছরের সংসার করছে। তাদের সংসারে দুইটি ছেলে সন্তান ছিল। এক বছর আগে ওই দুই সন্তান পরপর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে স্বামী স্ত্রী দুজনেই মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সোমবার রাতে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বাকবিতণ্ডা হলে স্ত্রী সোনাবান বিবিকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে স্বামী করিম মুন্সির বিরুদ্ধে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে জাজিরা থানা পুলিশের নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক স্বামীকে আটক করে।

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন আমরা খবর পেয়ে নিহতের মরদের উদ্ধার করেছি। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

আজিজুর রহমান বাবু। শরীয়তপুর প্রতিনিধি :

গোপন তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ওবাদুল হক এর নেতৃত্বে আজ বিকাল ৩ ঘটিকার সময় খাসমহল বাজার এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী মাদক বিক্রি করার সময় হাতে নাতে ৬০ পিচ ইয়াবা জব্দ করা হয়। ধৃত আসামী আমিনুল মোল্লা (৪০) পিতা /নুরুল হক মোল্লা সাং- চরপাইয়াতলী মোল্লা কান্দি, থানা- সখিপুরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মাদক আইনে মামলা রজ্জু করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী