রাজধানীতে ব্যবসায়িক দ্বন্দ্বে বোনকে গুলি করে হত্যা

রাজধানীতে ব্যবসায়িক দ্বন্দ্বে বোনকে গুলি করে হত্যা

মিরপুর সংবাদদাতা:

রাজধানীর মিরপুরে ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে তাহমিনা আক্তার রানু (৪৫) নামে এক নারীকে মাথায় গুলি করে হত্যা করেন বলে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। নিহত রানু অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুর আপন বড় বোন। রোববার (৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে মিরপুর ১ নম্বর দক্ষিণ বিশিলের ৭ নম্বর রোডের একটি বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়।

গভীর রাতে বাবুসহ ৩ ব্যক্তি রানুর বাসায় ঢুকে, তাকে গুলি করে তারা বেরিয়ে আসেন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবু (৩৫) মিরপুরের ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক। তাদের বাবার নাম লুৎফর রহমান। নিহত তাহমিনা আক্তার রানু অবিবাহিত ছিলেন। তিনি দক্ষিণ বিশিলে খালা আনিসা বেগমের টিনশেড বাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুর দক্ষিন বিশিল এলাকায় ইন্টারনেট ব্যবসা রয়েছে। এ ব্যবসা থেকে তার প্রতি মাসে ৪-৫ লাখ টাকা ইনকাম হয়। সে ছাত্র হত্যা মামলার আসামি হওয়ায় ফেরারি জীবনযাপন করেন। বাবুর অবর্তমানে তার বোন তাহমিনা আক্তার রানু ইন্টারনেট ব্যবসা দেখাশোনা করেন। প্রতিমাসে ব্যবসার হিসাব নিকাশ রানু তার ভাইকে বুঝিয়ে দেন। সম্প্রতি ইন্টারনেট ব্যবসার হিসাব নিয়ে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পারিবারিকভাবে এ নিয়ে কয়েক দফা আলোচনাও হয়। গভীর রাতে বাবুসহ ৩ ব্যক্তি রানুর বাসায় ঢুকে তাকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ডিএমপির মিরপুর বিভাগের পুলিশ কর্মকর্তা সূত্রে জানা গেছে, ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজ তারা পেয়েছেন। ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় বাবু অজ্ঞাত নামা ২-৩ জনকে নিয়ে ভিকটিমের বাসায় প্রবেশ করেন। আবার একই ব্যক্তিদের নিয়ে বাসা থেকে বের হন। এই সময় আশপাশের অনেকে গুলির আওয়াজ শুনেছেন।ডিএমপি’র মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ভিকটিমকে হাসপতালে নেওয়া হলে তার আত্মীয়-স্বজন প্রথমে ডাক্তারের কাছে মিথ্যা তথ্য দেয়। তারা ডাক্তারকে জানান, ভিকটিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এতে ডাক্তারের সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। ডিএমপি’র মিরপুর বিভাগের ডিসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটেছে। ইন্টারনেট ব্যবসায় ৪-৫ লাখ টাকা লাভ হতো। ভিকটিমের ভাই বাবু এই ব্যবসা নিয়ন্ত্রণ করতো। বাবু ছাত্র হত্যা মামলার আসামি হওয়ায় পালিয়ে থাকতেন। এজন্য বোনকে ব্যবসা দেখাশুনার দায়িত্ব দেন।

পুলিশের ধারণা, ব্যবসায়িক কিংবা পারিবারিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে। কয়েকটি ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। এটি পর্যালোচনা চলছে। ভিডিওতে বাবুকে ভিকটিমের বাসায় ঢুকতে দেখা গেছে।

খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজার ভাঙার উদ্যোগ, প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজার ভাঙার উদ্যোগ, প্রতিবাদে বিক্ষোভ, রাজধানীর খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজার ভেঙে বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা।

বৃহম্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় ব্যবসায়ীরা ওই কাঁচাবাজারে ব্যবসা পরিচালনায় আরও এক বছর সময় চান।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজারের জায়গার মালিক ছিল বাংলাদেশ রেলওয়ে। ১৯৮৪ সালে রেলওয়ে এই কাঁচাবাজার তৎকালীন ঢাকা সিটি কপোরেশনে হস্তান্তর করে। এরপর থেকে এই বাজারে প্রায় ৪০ বছর ধরে এক হাজার ৭৭ জন ক্ষুদ্র ব্যবসায়ী (পূবালী শপিং সেন্টার, উত্তরা মার্কেট, হকার মার্কেট) ব্যবসা করছেন। নিয়ম অনুযায়ী সিটি করপোরেশনের দোকান ভাড়া ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধও করছেন তারা। এছাড়া ব্যবসায়ীরা নিজ খরচে মার্কেটের মাটি ভরাট, দোকান নির্মাণ, বিদ্যুৎ বিল, পানির বিল ও পরিচ্ছনতা বিল বহন করছেন।

বক্তারা বলেন, এই ব্যবসা পরিচালনা করতে গিয়ে ব্যাংক লোনসহ বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া দীর্ঘদিন মার্কেটে ব্যবসা পরিচালনা করায় বিভিন্ন কোম্পানির তাদের কাছে লাখ লাখ টাকা পাওনা রয়েছে। আবার অনেক ব্যবসায়ী ক্রেতাদের কাছে লাখ লাখ টাকা পাবেন। কিন্তু বিভিন্ন মাধ্যমে তারা জানতে পারেন এই মার্কেট ভাঙার উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। হঠাৎ এমন পরিকল্পনার কথা জানতে পেরে হতাশ ব্যবসায়ীরা।
এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের সময় না দিয়ে মার্কেট ভাঙা হলে ঋণ পরিশোধ ও পাওনা আদায় কোনোমতেই সম্ভব হবে না জানিয়ে ব্যবসায়ীরা বলেন, এখন সিটি করপোরেশন অন্তত এক বছর সময় না দিলে ব্যবসায়ীদের পরিবার-পরিজন নিয়ে রাস্তায় বসা ছাড়া কোনো উপায় থাকবে না। তাই গত ২ অক্টোবর বিষয়টি অবগত করে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বরাবর আবেদন করেছেন তারা।

খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজারের পূবালী শপিং সেন্টারের সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, এই মার্কেট না ভাঙতে গত ১৬ অক্টোবর উচ্চ আদালতে তারা একটি রিট করেছেন। এই রিটে ডিএসসিসি ও বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট ১০ জনকে বিবাদী করা হয়েছে। তাদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া গত ২৮ সেপ্টেম্বর রেলওয়ের ভূমি শাখার এক অফিস আদেশে এই মার্কেটের জায়গায় সিটি করপোরেশন যাতে বহুতল মার্কেট করতে না পারে, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন রেলমন্ত্রী। কিন্তু কোনো ক্রমেই সিটি করপোরেশনের তৎপরতা বন্ধ হচ্ছে না। তাই তারা আজ এই মানববন্ধন ও বিক্ষোভ করছেন।

মানববন্ধনে পূবালী শপিং সেন্টারের সাধারণ সম্পাদক খলিলুর রহমান মুন্সি, উত্তরা মার্কেটে সভাপতি বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক টিপু মিয়া, সিটি করপোরেশনের হকার মার্কেটের

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের