জুলাই শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ বিএমডিএ’র দোয়া ও বৃক্ষরোপণ

জুলাই শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ বিএমডিএ’র দোয়া ও বৃক্ষরোপণ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:

চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ( বিএমডিএ) নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ বলেছেন, জুলাই বিপ্লবের আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ। শহীদদের ত্যাগ আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে ২৪’র স্বাধীনতা রক্ষা করতে হবে।

রবিবার (৪ আগস্ট) সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) জেলা কার্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশিদের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর জনের পরিদর্শক মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র নাচোল উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম, গোমস্তাপুর উপজেলা সহকারী প্রকৌশলী আলম আব্দুল মান্নান, ও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ৪ উপজেলা থেকে আগত সহকারী প্রকৌশলী অপারেটর কৃষক ও কর্মচারীগণ।

আলোচনা সভায় বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র নির্বাহী কর্মকর্তা জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে একটি ফলদ গাছ রোপন করেন।

পটুয়াখালীতে বাড়িতে স্প্রে করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

পটুয়াখালীতে বাড়িতে স্প্রে করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

পটুয়াখালী সংবাদদাতা:

পটুয়াখালীর কলাপাড়ায় গরু ব্যবসায়ী সহিদুল ইসলাম মিরার বাড়িতে চেতনানাশক ওষুধ স্প্রে করে ঘরে ঢুকে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে সহিদুল ইসলাম মিরাসহ কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন মোসা. আকলিমা বেগম (৪২) লালবানু (৮৫) মো. সানাউল্লাহ (২০)।

ভুক্তভোগী সহিদুল ইসলাম মিরা জানান আমি গরু কেনাবেচার ব্যবসা করি। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম ভাঙে না। একপর্যায়ে পরিবারের অন্য সদস্য ডাকাডাকি আমার রুমের দরজা ভাঙার চেষ্টা করলে হঠাৎ জেগে উঠি এবং শরীরে অস্বস্তি অনুভব করি। পরে দেখি ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি। দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে। পরে জানালা দিয়ে চেতনানাশক ওষুধ দিয়ে স্প্রে করে আমাদেরকে অচেতন করে ঘরের ভিতরে ঢুকে আলমারিতে থাকা গরু কেনার জন্য ২ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণ নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া তালে ভর্তি করে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। চুরির রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য গত শনিবার দিবাগত রাত দুইটার উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহানের বাড়িতে ডাকাতদল বাড়ির সবাইকে হাত পা বেঁধে জিস্মি করে প্রায় এক লাখ টাকা এক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের