মৌলভীবাজার থানার অভিযানে চোরাই ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার, একজন আটক

মৌলভীবাজার থানার অভিযানে চোরাই ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার, একজন আটক

মৌলভীবাজার সংবাদদাতা:

মৌলভীবাজার সদর থানার পুলিশের অভিযানে চোরাই ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ থেকে আব্দুল কাইয়ুম নামে এক জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত ৪ আগস্ট দিবাগত রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের করিমনগরের ভূমি অফিস সংলগ্ন জনৈক সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে মোট ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) হিরণ কুমার বিশ্বাস, উপপরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) রানা মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমানসহ একটি দল তদন্ত শুরু করে।

তদন্তকারী দল গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ৫ আগস্ট রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিকশার পাশাপাশি আরও ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার এবং ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুমকে (৪৫) আটক করা হয়। উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘এই ঘটনায় বাদীর মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি। চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

মধ্যরাতে সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া

স্টাফ রিপোর্টার: এবার গভীর রাতে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

খোঁজ নিয়ে জানা যায়, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে।

শনিবার (১ মার্চ) সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে তারা। পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে কাজ বন্ধ করে দেয় বিএসএফ।

এ ঘটনা নিয়ে হয় পতাকা বৈঠক। বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী অপরদিকে বিএসএফের ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন জানান, বিএসএফ জানিয়েছে যে তাদের জেলা প্রশাসনের সহায়তায় সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছিল ভারতীয় গ্রামবাসী। কিন্তু দুই বাহিনীর মধ্যে এর আগে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্তে আপাতত কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেয়া হয়।

এর আগে গত ৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া তৈরি করে বিএসএফ। পরে গ্রামবাসী ও বিজিবির বাধার মুখে পিছু হটে বিএসএফ।

এতে বিজিবির পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণের কড়া প্রতিবাদ জানানো হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী