নোয়াখালীতে মাইক্রোবাস দুর্ঘটনা ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

নোয়াখালীতে মাইক্রোবাস দুর্ঘটনা ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

নোয়াখালী সংবাদদাতা:

নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক মাইক্রোবাস দুর্ঘটনায় তিন শিশু ও চারজন প্রাপ্তবয়স্কসহ মোট সাতজন নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। বুধবার (৬ আগস্ট) সংবাদ মাধ্যমে ব্লাস্টের কমিউনিকেশন বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয় চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ঘটনাস্থলেই তিন শিশুসহ সাতজন প্রাণ হারান। ব্লাস্ট এই দুর্ঘটনাকে অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জবাবদিহিতা এবং নিহতদের পরিবারকে ন্যায়বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে আরও বলা হয় ২০১৮ সালে জন দাবির পরিপ্রেক্ষিতে প্রণীত সড়ক পরিবহন আইন এখনও যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। আইনে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠনের বিধান থাকলেও তার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। এমতাবস্থায় ব্লাস্ট দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ দিতে হবে। ব্লাস্ট সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ক্ষতিপূরণ তহবিল সক্রিয়করণ এবং সড়ক ব্যবস্থাপনায় নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি জোরদারের জোরালো দাবি জানিয়েছে।

নবীনগরে মসজিদে নামাজে কাতারে দাঁড়ানো নিয়ে তর্কের জেড়ে খুন!

বিপ্লব নিয়োগী তন্ময়ন, বীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

জুম্মার নামাজের সময় মসজিদের ভেতরে আগে পিছে দাঁড়ানোকে কেন্দ্র করে তর্কাতর্কির জের ধরে নামাজ শেষে প্রতিপক্ষের কিল ঘুষিতে সিজিল মিয়া (৪৬) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আলমনগর গ্রামে আজ শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।

নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আলমনগর গ্রামে জুম্মার নামাজের সময় স্থানীয় একটি মসজিদের ভেতরে আগে পেছনে দাঁড়ানোর ঘটনা নিয়ে সিজিল মিয়ার সাথে ওই গ্রামের শাহ আলমের তর্কাতর্কি হয়। পরে নামাজ শেষে মসজিদ থেকে সিজিল মিয়া বের হলে শাহ আলম তাকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে। এসময় আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী নবীপুরে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে, ওখানকার চিকিৎসকেরা তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করেন। পরে মুমুর্ষ অবস্থায় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি জানান, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে এটি গ্রেপ্তার নয়। এ ঘটনায় মৃতের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে লাশ উদ্ধার শেষে লাশের সুরতহালও করা হয়ে গেছে।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম