শেরপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

শেরপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

শেরপুর সংবাদদাতা:

জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শেরপুর জেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বুধবার বিকেলে জেলার প্রতিটা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শহরের থানা মোড়ে মিলিত হয়। হাজার হাজার নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় থানা মোড়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এড. সিরাজুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমিনুল ইসলাম খায়ের, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, এড. আব্দুল মান্নান, আবু রায়হান রুপম, কামরুল ইসলাম, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীসহ আরও অনেকই। সমাবেশে বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন, এশিয়া মহাদেশে এমন কোন নজির নেই যে একটা দেশের প্রধানমন্ত্রীসহ সকল জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা একসাথে পালিয়ে যায়। কিন্তু বাংলাদেশ তা হয়েছে। গত ১৫বছরে ফ্যাসিস্ট সরকার দেশটাকে খেয়ে ঝাঁঝরা করেছে। বানচাল করতে নানামুখি ষড়যন্ত্র করেছে। তাই জনগণকে সাথে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” ও তারুণ্যের একতা, দুর্নীতি প্রতিরোধে সক্ষমতা এ প্রতিপাদ্যের আলোকে

২৬ মে সোমবার বেলা ১১টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন ঢাকা ও সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা এর সহযোগিতায় অনুষ্ঠান শুরু হয়।

বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা।

এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও পয়ালগাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরুন কুমার আচার্য্য, কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা খন্দকার, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মাষ্টার আবদুস সাত্তার, এবি ব্যাংক পিএলসি বরুড়া শাখার বিজনেস অফিসার মোঃ শরীফ উদ্দিন, পারভীন আক্তার। শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া মডেল হাইস্কুল এর প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষন চন্দ্র পাল, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মোসলেম মিয়া, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক, কাজী মমিন উল্লাহ ভুইয়া, দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক বিল্লাল হোসেন, দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু ইউসুফ রাবেত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাকিলা জামান। এদিন অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” এ প্রতিপাদ্যের আলোকে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশ গ্রহণে পক্ষে এবং বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তারুণ্যের একতা, দুর্নীতি প্রতিরোধে সক্ষমতা এ প্রতিপাদ্যের আলোকে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ী এবং বিজিত দল ও প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম