খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

খাগড়াছড়ি সংবাদদাতা:

আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যত গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ শ্লোগানে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। শনিবার সকালে য়ংড বৌদ্ধ বিহারে এলাকা থেকে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ক অঞ্চল ,বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে সামনে মানববন্ধন হয়। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠির শতশত নারী পুরুষ অংশ নেন।

বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি শাখার সভাপতি চাইথোয়াই মার্মা সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রামের জাপান নিপন একাডেমি পরিচালক মো: নুরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সম্পাদক নির্মল দাশ, নমিতা চাকমা উক্যনু মারমা।

বক্তারা বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রের হিসেবে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। অবিলম্বে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পাহাড় ও সমতলের আদিবাসীদের ভূমি ও প্রথাগত অধিকার নিশ্চিত এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে আদিবাসী উদযাপন কমিটির ব্যানারে পৃথক কর্মসূচী পালন করা হয়েছে।

বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ হলেন পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার: 

মুন্সিগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তের গুলিতে রুহুল আমিন (৩৮) নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানায় কর্মরত।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাঁকে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

জানা গেছে, রুহুল আমিন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আদার মানিক গ্রামের মো. আবুল হকের ছেলে।

আহত পুলিশ সদস্যের স্ত্রী সুমি আক্তার বলেন, ‘মেডিকেল লিভে আমার স্বামী বাড়িতে এসেছিলেন। জানুয়ারির ৫ তারিখে তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। গত রাত সাড়ে ১১টার দিকে বাড়ির সামনেই অটোস্ট্যান্ড থেকে বাসায় ফেরার পথে অজ্ঞাত কয়েক দুর্বৃত্ত তাঁর বাম হাতে দুটি ও ঘাড়ে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতরাত আড়াইটার দিকে তাঁকে ঢামেকে আনলে চিকিৎসক তাঁকে ভর্তি দেন।’

চিকিৎসকের বরাত দিয়ে সুমি আক্তার বলেন, ‘চিকিৎসক বলেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণের মধ্যেই তাঁর অপারেশন হবে।’ কান্নাজড়িত কণ্ঠে সুমি আক্তার বলেন, ‘আমার একটি মাত্র মেয়ে আছে। আপনারা আমার স্বামীর জন্য দোয়া করবেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই পুলিশ কনস্টেবলকে ঢাকা মেডিকেলে আনা হলে তাঁকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাঁকে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আমরা বিষয়টি গজারিয়া থানা পুলিশকে জানিয়েছি।

সবা:স:জু- ৪৭১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি