অটোরিকশা কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

অটোরিকশা কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে রিয়াজ উদ্দীন নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলানা পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিয়াজ উদ্দীন মৌলানা পাড়া এলাকার প্রবাসী সাহাব উদ্দীনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রিয়াজ কিছুদিন আগে একটি অটোরিকশা চালাতেন। তবে সেটি বিক্রি করে পাওয়া টাকা শেষ হয়ে গেলে তিনি রাজমিস্ত্রীর কাজ শুরু করেন। সম্প্রতি তিনি মায়ের কাছে একটি নতুন সিএনজি কেনার জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন এবং না পেলে আত্মহত্যার হুমকিও দেন। মা তাকে আশ্বস্ত করেছিলেন যে, বাবা বিদেশ থেকে ফিরলেই সিএনজি কিনে দেবেন। কিন্তু রিয়াজ অপেক্ষা না করে শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে নিজ ঘরে আত্মহত্যা করেন।

শনিবার ভোরে মা ও বোন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জিয়াউল হুদাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

ছাত্রফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস:

অধ্যায়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম’এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৯ এপ্রিল ২০২২ ইং চট্টগ্রাম বনানী রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শফিকুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বর্তমান ছাত্র সমাজকে সকল ধরনের অশ্লীলতা ও মাদক মুক্ত করতে চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের কাজ গুলোকে আরও গতিশীল করতে হবে। এ সময় মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে, দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফোরামের মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র ফোরামের সাংগঠনিক সম্পাদক জাহেদ উল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম,সিফাত মোঃ আরমান,কমার্স কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুরাদ,মিজানুর রহমান,বাকলিয়া সরকারি কলেজের আহবায়ক মোঃআলী মূছা,যুগ্ম আহবায়ক মোঃশহিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি আরিফুল ইসলাম,সদস্য কেফায়েত উল্লাহ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান