নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি বাবা আটক

নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি বাবা আটক

চট্টগ্রাম সংবাদদাতা:

চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা জোগাতে তিন মাসের কন্যা শিশুকে বিক্রির অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে এবং অভিযুক্ত বাবাকে আটক করেছে। শুক্রবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার আধুনগর মছদিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। বিক্রির ঘটনায় কন্যা শিশুটির বাবা মিরাজ হোসেনকে (২৫) আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে দুই বছর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বদ্দানঝিরির আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে মিরাজ উদ্দীনের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান জান্নাতুল মাওয়া মিমহা। স্থানীয়দের অভিযোগ, মাদক সেবনের অভ্যাস পূরণের জন্যই মিরাজ নিজের সন্তানকে বিক্রি করে দেন।

খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ উপজেলার মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। শিশুর মা আসমাউল হোসনা বলেন স্বামী নিয়মিত মাদক সেবন করতেন এবং প্রতিবাদ করলে শারীরিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে সন্তানকে বিক্রি করে দেয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সেজন্য আমি কৃতজ্ঞ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিশুটি বিক্রির খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৭০ জঙ্গিসহ ৭০০ বন্দী এখনো পলাতক

স্টাফ রিপোর্টার: 

গত ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে ২ হাজার ২০০ জন কারাবন্দী পালিয়েছিল। এর মধ্যে ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দী এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

আজ বুধবার সকালে কারা সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কারা মহাপরিদর্শক বলেন, গত ৫ আগস্ট ২ হাজার ২০০-র বেশি বন্দী কারাগার থেকে পালিয়েছিল। এর মধ্যে ১ হাজার ৫০০ জনকে পরবর্তীতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জঙ্গি অভিযোগে কারাগারে থাকা ৭০ জন এখনো পলাতক রয়েছে। কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসীদের ১১ জন জামিনে মুক্ত হয়েছেন। জঙ্গি অভিযোগে কারাগারে থাকা ১৭৪ জন মুক্তি পেয়েছেন।

মহাপরিদর্শক দেশের ১৭ কারাগার ঝুঁকিপূর্ণ জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে মোট ৬৯টি কারাগার রয়েছে। এর মধ্যে ১৭টি কারাগার অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ। এগুলোর মেরামত করা দরকার।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশের কারাগারগুলোতে কারাবন্দীর ধারণ ক্ষমতা ৪২ হাজার। সেখানে কারাবন্দীর সংখ্যা ৬৫ হাজার। ধারণ ক্ষমতার চেয়ে ২৩ হাজার বন্দী বেশি রয়েছে।

নরসিংদীসহ দেশের কারাগারের নিরাপত্তার বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, কারাগারের নিরাপত্তার বিষয়ে একটি অবকাঠামোগত দুর্বলতা ছিল। আরেকটি বহিঃনিরাপত্তা, যেটি পুলিশ সদস্যরা দিয়ে থাকেন। এ ছাড়া কারা অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিও রয়েছে।

দেশের বিভিন্ন কারাগারে হামলার সময় কারা অধিদপ্তরের ২০১ জন কর্মকর্তা আহত হয়েছেন। তাদের অনেককেই সহযোগিতা করেছেন বলে জানান কারা মহাপরিদর্শক।

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন মহল থেকে লোগো পরিবর্তনের দাবির প্রেক্ষিতে তা পরিবর্তন করা হবে।

সবা:স:জু-১৭৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম