শ্রীমঙ্গলে গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারী গ্রেপ্তার

শ্রীমঙ্গলে গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারী গ্রেপ্তার

মৌলভীবাজার সংবাদদাতা:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর গ্রাম থেকে দুই কেজি গাঁজা ও নগদ অর্থসহ নন্দ লাল ভৌমিক (৫৪) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারী নন্দ লাল ভৌমিক ওই গ্রামের মৃত প্রমোদ ভৌমিকের ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) তপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর গ্রামের মাদক কারবারী নন্দ লাল ভৌমিকের বসত ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার ঘর তল্লাশী করে দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা জব্দ করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম মাদক কারবারী নন্দ লাল ভৌমিকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত নন্দ লাল বৌমিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে রবিবার (১০ আগস্ট) মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

দেবীদ্বারে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর আয়োজনে বীমা দিবস পালিত

 

রিপোর্টার (কুমিল্লা জেলা)।

কুমিল্লা দেবীদ্বার উপজেলা পরিষদ থেকে কুমিল্লা সিলেট মহাসড়কে আনন্দ শোভাযাত্রা করা হয়। এই শোভাযাত্রায় বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য আজ ১ মার্চ ২০২৩ খ্রীঃ সারাদেশে চতুর্থবারের মতো পালন হচ্ছে ‘জাতীয় বীমা দিবস’। ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ এই প্রতিপাদ্যকে ধারণ করে এ বছর দিবসটি উদযাপন করা হয়।

১৯৬০ সালে ১ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। দিনটিকে স্মরণে রাখতে ২০২০ সালে ১৫ জানুয়ারি মন্ত্রীপরিষদ সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করা হয়। সে অনুযায়ী কুমিল্লা দেবীদ্বার সহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালন হয়ে আসছে জাতীয় বীমা দিবস। দেবীদ্বারে প্রায় ৫শত বীমা কর্মী নিয়ে দিবসটি পালিত হয়।

১লা মার্চ বীমা দিবস উপলক্ষে আজকে দেবীদ্বার মডেল এরিয়ার সহকারী ভাইস প্রেসিডেন্ট জনাব কাউছার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার মডেলের জোনাল ম্যানেজার মো হান্নান মুন্সী,মো কামরুল হাসান,পারভীন সুলতানা।

এসময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেজী চক্রবর্তী বলেন বীমা মানেই আমানত সেটা যেন যথাযথভাবে বীমা গ্রাহক পেতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন নিজের নামে এবং পরিবারের নামে একটি বীমা করা আছে।

কুমিল্লা দেবীদ্বার উপজেলায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর সহকারি ভাইস প্রেসিডেন্ট কাউছার আলম বলেন বাংলাদেশের মধ্যে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স প্রথম স্থান অর্জন করে। মাননীয় প্রধানমন্ত্রীর বলেছেন সাধারণ মানুষের দুরগড়ায় বীমা সুবিধা পৌছে দেওয়ার জন্য। তিনি আরো বলেন ১৯৮৫ সালের ২৩শে এপ্রিল ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা হয়। ২০২১-২০২২ সালে বাংলাদেশ সরকারকে ১০০ কোটি টাকা টেক্স প্রদান করে সারা বাংলাদেশের মধ্যে ক্রেস উপহার পেয়েছে। ২০২২ সালে পাচ কোটি টাকা মেয়াদ পূর্তি দেওয়া হয়েছে এবং ১৬ টি ইউনিয়ন থেকে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এক হাজারের উপরে কর্মী আছে। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষস্থান দখলে আছে এবং থাকবে ও চীন মন্ত্রী সম্মেলনে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি কে স্বর্ণপদক প্রদান করা হয়।

এসময় পৌরসভা ও ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন সহকারি জোন প্রধান মো জাকির হোসেন, ইউসুফপুর ইউনিয়নের এজিএম মো জহিরুল ইসলাম,মো কামাল হোসেন, মো আমির হোসেন,মমিনুল ইসলাম, নিলুফা ইয়াসমিন, শাহজালাল,মিজানুর রহমান, আবুল কাশেম, বাবুল মিয়া,জসিম উদ্দিন,মাকসুদা বেগম, হাসনেহেরা বেগম,জাহানারা বেগম,দিপালি মজুমদার, সহ আরো বিভিন্ন ইউনিয়ন থেকে ব্রাঞ্চ ম্যানেজার ইউনিট ম্যানেজার কালেক্টর উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি