ডাসকো-ফাউন্ডেশনের আয়োজনে আর্ট-কুইজ প্রতিযোগিতা

ডাসকো-ফাউন্ডেশনের আয়োজনে আর্ট-কুইজ প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:

চাঁপাইনবাবগঞ্জে সোমবার ১১ আগস্ট ২০২৫ ইং তারিখে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এবং A-EMPOWER প্রকল্প, ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে কিশোর কিশোরীদের জন্য কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ১০টি স্কুল থেকে কিশোর কিশোরী অংশগ্রহণ করে। ইসলামিক ফাউণ্ডেশন চাঁপাইনবাবগঞ্জ এর হলরুমে এক মনোরম ও আনন্দঘন পরিবেশে এই চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, কমিউনিটি ভলেন্টিয়ার উপস্থিত ছিলেন।

অদ্যকার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল মোতিন, জেলা শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ, জনাব গোলাম মোস্তফা, উপপরিচালক, ইসলামিক ফাউণ্ডেশন, ডা: আবু সাঈদ মুহাম্মদ মাসুদ, সহকারী পরিচালক(সিসি), জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ, ডা: হাসনা রোশন, মেডিকেল অফিসার (সিসি), পরিবার পরিকল্পনার কার্যালয়,চাঁপাইনবাবগঞ্জ, মো: মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান, পার্বতীপুর ইউনিয়ন, ও ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শুকলাল বৈদ্য, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, চাঁপাইনবাবগঞ্জ

নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ যানবাহনের ভ্রাম্যমাণে জরিমানা

 

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প’ এর আওতায় জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণে অভিযান পরিচালনা করা হয়। ১৯শে ডিসেম্বর দিনব্যাপী নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণে অভিযান পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা এবং প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী ০৪টি যানবাহনের বিরুদ্ধে ৫,৫০০/- (পাঁচ হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায়সহ ০৫টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম