জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

কুড়িগ্রাম সংবাদদাতা:

প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটার দিকে যুব উন্নয়ন চত্বর ও হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে এই দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম যুব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্কেল এসপি মমিনুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদাত হোসেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক্যাল প্রশিক্ষক আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ। আলোচনা সভায় বক্তারা- যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির পরিসংখ্যান উপস্থাপন করেন। এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও কিভাবে গতিশীল করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শেষের দিকে একজন সেবা প্রত্যাশীকে ৭৫ হাজার টাকা যুব ঋণের চেক প্রদান। এবং পাঁচ সংগঠককে সম্মাননা স্মারক প্রদান সহ জুলাই শহীদদের স্মরনে বিভিন্ন প্রজাতির ৩৬টি চারা গাছ রোপন ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়।

ব্রাহ্মণপাড়ায় সালিশ বৈঠকে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে মারধর শ্লীলতাহানি! ৩লাখ টাকা কাবিন ১০লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক;

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউপির অলুয়া গ্রামে সামাজিক সালিশে ইউপি চেয়ারম্যান এর উপস্থিতিতে প্রবাসী স্বামীর পরিবারের সদস্যদের ওপর
হামলা, মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরোকিয়ার পাল্টা পাল্টি অভিযোগে বিবাহ বিচ্ছেদের সালিশ বৈঠকে গত শুক্রবার আনুমানিক সারে ৯টায় অলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রহসনের রায় আখ্যা দিয়ে আদালতে যাওয়ার সীদ্ধান্তের কথা জানালে মারধরে আহত হয়েছেন প্রবাসী আব্দুলাহ মোহাম্মদ ফয়জুর(২৭) এর পিতা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুল কাদের (৫৫) তার স্ত্রী(৫০), ২ কন্যা ও ভাতিজা।

স্থানীয় এলাকাবাসী, উপস্থিত মাতুব্বর ও ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে জানা যায়, প্রায় বছর তিনেক আগে গোপালনগর গ্রামের সফিকুল ইসলামের মেয়ে আঁখি আক্তার (২১) এর সাথে পারিবারিক ভাবে একই উপজেলার অলুয়া গ্রামের সৌদি আরব প্রবাসী ফাইজুরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে ২ বছর বয়সী সন্তান রয়েছে তাদের। পরোকিয়ার পাল্টাপাল্টি অভিযোগ সহ সংসারে নানা অশান্তি দেখা দেয়। স্বামী স্ত্রীর মাঝে বনিবনা না হওয়ায় পারিবারিক ভাবে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় উভয়ে। নিজেদের মধ্যে সমঝোতা না হওয়ায় সামাজিক ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ খন্দকার ও স্থানীয় ইউপি সদস্য কামাল, ভুট্টু ও সফিক সহ শ‌ওকত মাষ্টার, ফরিদ ভুঁইয়া ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অলুয়া গ্রামের জনৈক শাহজাহানের বাড়ির উঠানে সালিশ কার্যক্রম শুরু হয়।

সৌদি প্রবাসী ফাইজুরের পরিবারের অভিযোগ, গোপালনগর এর ইউপি সদস্যসহ বেশকিছু বহিরাগত লোকজন নিয়ে সালিশে হাজির হয় মেয়ের পরিবার। বিয়ের কাবিনে ৩ লক্ষ টাকা উল্লেখ থাকলেও আগে থেকেই ঠিক করে রাখা প্রহসনের সালিশে ১০ লক্ষ টাকা জরিমানা নির্ধারণ করা হয়। তাৎক্ষণিক ভাবে রায়ের একটি অংশ কার্যকর করতে বলা হয়। সালিশের এ রায়ে আপত্তি জানায় ফাইজুরের পিতা। এতে ক্ষিপ্ত হয়ে আঁখি আক্তারের ভাই শান্ত, চাচা রুবেল, সহ বহিরাগত ভারাটে সন্ত্রাসীরা বৈঠকে উপস্থিত ইউপি চেয়ারম্যান, মেম্বার ও মাতুব্বরদের সামনেই বাকবিতন্ডা ও অতর্কিত হামলা চালায়। এসময় এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠির আঘাত জ্ঞান হারান প্রবাসীর পিতা আব্দুল কাদের। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার দুই কন্যা, স্ত্রী ও ভাতিজা দুলালও মারধরে আহত হন। ভুক্তভোগীরা আরো জানায়, এসময় প্রবাসীর ২ বোনকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এক বোন ও মায়ের গলা থেকে দুটো চেইন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তারা ।

এদিকে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়ে আহত আব্দুল কাদের ও দুলাল কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে। তিনি বর্তমান কুমিল্লা সিএমএইচ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে প্রবাসীর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিন বলে জানিয়েছেন।

এসব বিষয়ে কয়েকবার চেষ্টা করেও আঁখি ও তার পরিবারের সাথে যোগাযোগ করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উক্ত সালিশ বৈঠকের সভাপতি মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ সালিশে হট্টগোল ও মারামারির সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তিনি এবিষয়ে আর কোন প্রকার সালিশ করবেন না জানিয়ে, ভুক্তভোগীদের আইনানুগ ব্যবস্থা নিতে বলেছেন বলে জানান।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এবিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের