বনানীর শিশা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বনানীর শিশা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বনানীতে একটি শিশা বারে কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ৩৬০ ডিগ্রি শিশা বারের সিঁড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাহাত হোসেন রাব্বি ওই শিশা বার থেকে নামার সময় মুন্না নামে এক যুবকসহ আরও ছয়-সাতজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলাকারীরা রাব্বিকে ধারালো চাকু দিয়ে বাম উরুতে তিনটি এবং ডান হাতের কনুইতে একটি গুরুতর জখম করে।

পরে গুরুতর আহতাবস্থায় রাব্বিকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন।

ময়মনসিংহে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার।

ময়মনসিংহের ফুলপুরে ঝোপের ভেতর থেকে বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর পচা গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের বওলা কোকাইল রোডের দারোগা বাড়ির পারিবারিক কবরস্থান সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে তারা আজ সকালে পচা দুর্গন্ধ পেয়ে দুর্গন্ধের সন্ধান করতে গিয়ে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

খবর পেয়ে ফুলপুর থানার ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে স্থানীয় গ্রাম পুলিশ হাসান আলী গংয়ের সহায়তায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেন।এই ঘটনা এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত সেই নারীর পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে (ওসি,তদন্ত)আব্দুল মোতালিব চৌধুরী বলেন,আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি।সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম