
স্টাফ রিপোর্টার:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জহির উদ্দিন স্বপন, বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের অসাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম রফিক এবং নজরুল গবেষক কবি জাকির আবু জাফর।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর সিকদার। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাসুদ, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক এবং হাফিজুর রহমান শফিক, ঢাকা মহানগর দক্ষিণ জিয়া শিশু কিশোর মেলার সিনিয়র সহ-সভাপতি সহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু সাহিত্যেই নয়, জাতির স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্রের লড়াইয়ে এক অনন্য প্রেরণার উৎস। তাঁর চেতনা ও আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।