দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের শুভেচ্ছা উপহার প্রদান

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের শুভেচ্ছা উপহার প্রদান

মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে রিজিয়নের আওতাধীন ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। এসময় পূজা উদযাপন কমিটির মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

সোমবার ২২ সেপ্টেম্বর খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন।

শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

ভাষা পরিবর্তন করুন »