
মো: মহিব্বুল্লাহ, স্টাফ রিপোর্টার:
২৮ সেপ্টেম্বর রবিবার, হাজারীবাগ দরবার শরীফ এলাকায় ডিলার জুয়েল আহাম্মেদ–এর চাল ও আটা বিক্রির ট্রাকটি দুপুর১২:১৫ মিনিটে পয়েন্ট থেকে উধাও হয়ে যায়।
রাজধানীর নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ন্যায্য মূল্যে খাদ্য নিশ্চিত করতে ২০–২৫ টাকা ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রিকরছে। খাদ্য অধিদপ্তর কর্তৃক ডিলারদের নির্দেশনা অনুসারে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ট্রাকে মাল বিক্রি করারকথা। কিন্তু চাল–আটা নিয়ে ডিলারদের চালবাজির অন্ত নেই। এই নির্দেশনার তোয়াক্কা না করে হাজারীবাগ দরবার শরীফএলাকায় দুপুর ১২:১৫ মিনিটেই চাল ও আটা বোঝাই গাড়িটি চোখের পলকে গায়েব হয়ে যায়।
এ বিষয়ে প্রথমে উপ খাদ্য পরিদর্শক সোহরাফ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোনটি ধরেননি।পরবর্তীতে এরিয়া রেশনিং কর্মকর্তা (এআরও) জনাব মোহাম্মদ মামুন হোসেন–এর মুঠোফোনে অভিযোগ করলে তিনি বিষয়টিদেখবেন বলে নিশ্চিত করেন।
পরিদর্শকের ঔদ্ধত্যপূর্ণ আচরণ
কিছুক্ষণ পর উপ খাদ্য পরিদর্শক সোহরাফ হোসেন কল দিলে তার কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, “আপনি কোথায় থাকেন? অনেক সাংবাদিক এরকম আসে–যায়। আপনি যে বিষয়টি বলেছেন, এটা নিয়ে বাড়াবাড়ি করারদরকার নেই। আমি আপনার সাথে দেখা করবো, কোথায় আসতে হবে বলেন।” কথার ফাঁকে তিনি আরও বলেন, “আমিডিলারকে বলছি আপনাকে কল দিতে।” যখন তাকে সরাসরি প্রশ্ন করা হয়, “আপনি কথা না এড়িয়ে আমাকে বলেন, ট্রাকটিএই সময় গাড়ি ভর্তি চাল ও আটা নিয়ে কেন চলে গেল?”, তখন তিনি অস্বীকার করে বলেন, “এটা সত্য নয়। আপনি এখন এসেদেখতে পারেন, গাড়ি এখানেই আছে।“
ডিলারের প্রস্তাব
এর কিছুক্ষণ পরই ডিলার জুয়েল ফোন দিয়ে বলেন, “ভাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। আপনিতো জানেনএটা এমনিতেই চলে। আমার সাথে দেখা করলেইতো হইতো। আমার গাড়ির পেছনে লাগার দরকার কী? আপনি আসেন, দেখাকরি। অনেকেই তো আসে, তারা এসে সরাসরি আমার সাথে কথা বলে তাদের প্রয়োজন মিটিয়ে নেয়। আপনিও আসেন, আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না। রেশনিং অফিসারকে ফোন করে বলে দেন আমার ভুল হয়েছে ( চুড়ি করবে ডিলারআর রেশনিং এর কর্মকর্তার নিকট ক্ষমা চাইবে সাংবাদিক) ! সোহরাফ সাহেব কিছু বোঝেন না। আমি বিষয়টি দেখবো।
সোহরাফ হোসেনের বক্তব্য রেশনিং অফিসার এর কাছে প্রেরন করে মুঠোফোনে জানালে।
এই বিষয়ে এরিয়া রেশনিং কর্মকর্তা (এআরও) জনাব মোহাম্মদ মামুন হোসেন বলেন, “আপনি যে অভিযোগ দিয়েছেন এবংআপনার সাথে যে আচরণ করেছেন, তাতে আমিও ক্ষুব্ধ। তবে এ ব্যাপারে আমি ডিলার ও উপ খাদ্য পরিদর্শকে ডেকে সর্বোচ্চব্যবস্থা গ্রহণ করবো।