ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নোয়াখালী সাংবাদদাতা:

নোয়াখালীর সেনবাগ থানার ব্যারাক থেকে মোহাম্মদ মোহন মজুমদার (৩৫) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৪ অক্টোবর) সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কনস্টেবল মোহাম্মদ মোহন মজুমদার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের আলী মজুমদারের ছেলে।

সেনবাগ থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের ডিউটি শেষে শনিবার ভোরে কনস্টেবল মোহন ব্যারাকে ফিরে আসেন। সকাল সাড়ে ৮টার দিকে তিনি থানার ব্যারাকের ৪র্থ তলায় নিজ কক্ষে ঘুমাতে যান। বিকাল সাড়ে ৩টার পর সহকর্মীরা তাকে দুপুরের খাবারের জন্য ডাকাডাকি করলেও সাড়া পাননি। পরে বিষয়টি তারা থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপর দ্রুত তাকে ব্যারাক থেকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মরদেহের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পুলিশ কনস্টেবল মোহাম্মদ মোহন মজুমদারের অকস্মাৎ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ্‌-আল-ফারুক।

তিনি বলেন, এ ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সহকর্মীদের উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

রায় কুড়িয়ে বেল যেমন, পয়সা কুড়িয়ে এ টাকা?

জাহাঙ্গীর আলম শাহীনঃ

পাইকারি বিক্রেতাদের চেয়ে ও হিসেবি কিছু অসাধু কর্মকর্তা রায় কুড়িয়ে বেল যেমন, পয়সা কুড়িয়ে টাকা?মাথার ঘাম পায়ে ফেলে সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোতে ডিউটি চালিয়ে যাচ্ছে ৬০ হাজারেরও বেশি অঙ্গীভূত আনসার সদস্য। সে হিসেবে জনপ্রতি ১ টাকা কম দিলেও মাসে জমা হয় ৬০ হাজার টাকা।

অনুসন্ধানে জানা যায়, আনসার বাহিনীর নিকট থেকে প্রতিমাসে বিভিন্ন অজুহাতে, বিভিন্নভাবে পয়সা হিসেব করে টাকার পাহাড় গড়েছেন কিছু অসাধু কর্মকর্তা। অঙ্গিভুত/সাধারণ আনসার সদস্যদের ব্যবহারের জন্য অভ্যন্তরীণ ২০টি পন্য রয়েছে। সেগুলো হল:–জলপাই রংয়ের ফুল শার্ট বছরে ২টি, কালো রঙের টিসি ফুল প্যান্ট বছরে ২টি, সাদা গেঞ্জি বছরের ৩টি, ওয়েব বেল্ট (আনসার) বছরে ১টি, ফর্মেশন সাইন( আনসার) বছরে ১টি, সোল্ডার টাইটেল (আনসার) বছরে ২টি,ব্যারেট ক্যাপ সবুজ বছরে ১টি,পিটি সু বছরে একজোড়া,নাইলন মোজা বছরে ২ জোড়া,উলেন মোজা বছরে ২ জোড়া,বুট ডি এমএস বছরে ১ জোড়া, উলেন কম্বল ৫ বছরে ২ টি ,উলেন জার্সি ৩ বছরে ১ টি, ক্যাপ ব্যাজ (আনসার) ১ বছরে ১ টি ,পোচেস এমুনিশন বাণ্ডুলিয়ার ৩ বছরে ১ জোড়া ,রেইন কোট ৩ বছরে ১ টি, উইন্টার কোট ৫ বছরে ১ টি,খাকি পলি মশারী ৩ বছরে ১টি, গ্রাউন্ড সিট ৩ বছরে ১ টি , লাইফ জ্যাকেট ৬ বছরে ১ টি করে দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু এই ২০টি পণ্য ৬/১২/৩৬ ও ৭২ মাসে প্রত্যেক সদস্যকে দেয়ার কথা থাকলেও শতাধিক আনসার সদস্যের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা বলেন,অভ্যন্তরীণ ২০টি পণ্যের মধ্যে কয়েকটি পণ্য রয়েছে যা আমাদের অনেক সদস্য সেগুলোর নাম ও জানে না এমনকি চোখেও দেখে নাই। উদাহরণস্বরূপ:- ১২ মাসে ২ জোড়া নাইলন ও ২ জোড়া সুতি মোজা দেওয়ার কথা থাকলেও সব মিলিয়ে ২ জোড়া মোজার বেশি কাউকে দেয়া হয় না। তাই এক জোড়া মোজার দাম যদি ৩০ টাকা হয় ২ জোড়া মোজার দাম ৬০ টাকা। সারাদেশে ৬০ হাজারেরও বেশি অঙ্গীভূত আনসার সদস্য রয়েছে। সে হিসেবে ৬০ হাজার আনসার সদস্যদের অভ্যন্তরীণ ২০টি পণ্যের মধ্যে জনপ্রতি ২ জোড়া মোজা কম দেয়া হলে শুধু একটি পণ্য/ মোজা থেকেই বছরে কম দেয়া হয় ৩৬ লক্ষ টাকা।

 

এখানে উল্লেখ্য যে সাবেক দক্ষিণ জোন কমান্ডার মোঃ মোস্তাক আহমেদের সাথে মুঠোফোন যোগাযোগ করে অভ্যন্তরীণ ২০ পণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভ্যন্তরীণ বিষয়ে জানা সাংবাদিকের কাজ না। এমনকি গত ০২/০৫/২০২৪ ইং আনসার ভিডিপি মহাপরিচালকসহ ৫ জনের নিকট অভ্যন্তরীণ ২০টি পণ্যসহ আরো কিছু তথ্য চেয়ে লিখিত অভিযোগ দিতে আনসার ও ভিডিপি সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা মোঃ রুবেল হোসেন এর নিকট গেলে ওই প্রতিবেদককে তিনি বলেন, অন্য কোথাও জমা দিতে পারবেন না শুধু ডিজি স্যারকে একটা কপি দিতে পারেন তবে তার কোন রিসিভ কপি/প্রমাণ পত্র আপনাকে দেয়া হবে না।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের