বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মারুফ হোসেন:

কুমিল্লার বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বুড়িচং সদরের পানসী রেস্টুরেন্টে বাংলাদেশ দলিল লেখক সমিতি, বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. নুরুল হক মাস্টার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউছুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষে জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব এম.এ এইচ. মন্জু ও সাধারণ সম্পাদক মিয়া মো. সোহাগ পারভেজ এর স্বাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. কবির হোসেন।

নবগঠিত কমিটিতে সভাপতি পদে আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. নুরুজ্জামান নির্বাচিত হন।

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, “আমরা দলিল লেখকদের পেশাগত উন্নয়ন ও সংগঠনের ঐক্য রক্ষায় কাজ করে যাব।”

কুমিল্লায় মোবাইল ফোন ও নগদ টাকাসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় মোবাইল ফোন ও নগদ টাকাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। শনিবার (২৩ জুন) গভীর রাতে কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের ধর্মপুর ও দৌলতপুর এলাকায় থেকে গ্রেফতার করেছে। কুমিল্লা কোতয়ালী থানার ধর্মপুর এলাকার মৃত মাহে আলমের পুত্র মেহেদী হাসান রাব্বী (২৫) ও সাতরা চম্পকনগর এলাকার কামাল হোসেনের পুত্র কামরুল হাসান রিফাত (২০) ও দৌলতপুর এলাকার কামাল হোসেনের পুত্র মো: আল আমিন (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ভূইয়া।

পুলিশ জানায়- ২২ জুন সকাল সাড়ে ৭টায় কুমিল্লা আসার পথে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নন্দনপুর কোটবাড়ি রাস্তার মাথায় চট্টগ্রামমুখী মহাসড়কের উপর অজ্ঞাতনামা ৪ জন লোক একটি অটোরিক্সা যোগে এসে সফিকুল ইসলাম শুভ (২৪) নামে এক কিশোরকে অবরুদ্ধ করে। এ সময় তাদের হাতে থাকা সুইচ গিয়ার ও চাকু দ্বারা ভয়ভীতি দেখিয়ে এবং তার শরীরে গুরুতর জখম করে। একপর্যায়ে তাঁর নিকট থাকা নগদ ২৭ হাজার টাকাসহ তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। পরে ভুক্তভোগী সফিকুল ইসলাম শুভ (২৪) থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে শনিবার রাত ১টার সময় তিন জনকে গ্রেফতার করেছে। এ সময় মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত সুইচ গিয়ার, লম্বা ধারালো চাকু, অটোরিক্সা এবং নগদ হাজার টাকা উদ্ধার করেছে।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগির হোসেন ভূইয়া বলেন- ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর ও দৌলতপুর এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি