শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে ২৫টি ইউনিট কাজ করছে। আরও ১১ টি ইউনিট এতে যোগ দেওয়ার জন্য পথে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

মোহাম্মদ কাউছার মাহমুদ জানান, শনিবার ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাজ চলছে।

ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে কুরিয়ার গোডাউনে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে। এখন আগুন দাউ দাউ করে চলছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চালাচ্ছে।

ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

হুমায়ুন কবিরঃ
ঢাবি অধিভুক্ত সরকারী সাত কলেজের ২২-২৩ শিক্ষাবর্ষ অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুউদ্দিন ইমনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ও শুভেচ্ছা জানানো হয়।
২৩ শে নভেম্বর সন্ধ্যায় কলেজের বিভিন্ন হলের অনার্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। বিতরণ করা শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পরীক্ষার রুটিন, ফাইল, কাঠ পেন্সিল, কলম, ইরেজার, কাটার ও স্কেল।
এসময় ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুউদ্দিন ইমন বলেন,আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন সমাজ করে তোলা। ক্যাম্পাসে একটি ইতিবাচক ধারার রাজনীতি গড়ে তোলা এবং আমরা আগামীতে কোন ধরনের সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্ব দেখতে চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাই ও ছাত্রসমাজ কেন্দ্রিক নানামুখী কল্যানজনক কাজের মাধ্যমে তাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা ও সচেতনতা বৃদ্ধিকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব এবং প্রাধান্য দিবো।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান সৌরভ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম,সাবেক সহ-সম্পাদক সিরাজুম মুনির নায়েব,দক্ষিনায়ন হল ছাত্রদলের সাধারন সম্পাদক শাওন খন্দকার, রিজভী আহম্মেদ মদিনা, শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক দেওয়ান ফজলে হাসান নিয়ন,নাফিজ,পিয়াস,হাবিব,মোস্তাফিজ সহ অনেকে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন