মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান

নিজস্ব রিপোর্ট:

দুই বাংলার নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান এবার ভক্তদের চমকে দিলেন এক অনন্য ফটোশুটে। মা রেহানা মাসউদের বিয়ে ও বউভাতের শাড়ি পরে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ৪৫ বছর আগের সেই শাড়িগুলোতে সোনার সুতোয় কাজ  আর তাতে লুকিয়ে আছে যেন এক চিরন্তন রূপকথা যা এখনো নতুন বিবাহের গন্ধে ভরপুর। মায়ের শাড়ি পরে ফটোশুট করে জয়া আহসান তা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর  আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি, একটা বিয়ের একটা বউভাতের। বাবা কিনে নিয়ে গিয়েছিলেন কলকাতা থেকেই। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনো ঠিক যেন নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর।

নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন

ডেস্ক রিপোর্ট :

দীপিকার কণ্ঠস্বরে এখন থেকে পাওয়া যাবে মেটার বিভিন্ন পণ্য ও পরিষেবায়, যার মধ্যে রে ব্যান মেটা গ্লাসেসও।বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবার প্রযুক্তি দুনিয়ায় নতুন ইতিহাস গড়লেন। মেটা এআইয়ের প্রথম ভারতীয় কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন তিনি।এনডিটিভি থেকে জানা যায় দীপিকার কণ্ঠ এখন থেকে ব্যবহার করা হবে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।দীপিকা নিজেই এই খবরটি জানিয়েছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, তিনি একটি রেকর্ডিং স্টুডিওতে বসে মেটা এআই এর জন্য ভয়েস রেকর্ড করছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম