
ডেস্ক রিপোর্ট :
মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে শায়খ ড. সালেহ বিন ফাওযান আল-ফাওযানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দুই পবিত্র মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, শিক্ষক ও ধর্মবিষয়ক প্রেসিডেন্সির সব কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শায়খ ফাওযানকে অভিনন্দন জানান শায়খ সুদাইস। তিনি বলেন, বাদশাহ সালমানের রাজকীয় আদেশের মাধ্যমে শায়খ ফাওযানকে গ্র্যান্ড মুফতি ও ইফতা ও গবেষণাবিষয়ক সাধারণ প্রেসিডেন্সির প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি ইসলামী জ্ঞানচর্চা ও ফতোয়া প্রতিষ্ঠানের মর্যাদাকে আরও সুদৃঢ় করবে।
শায়খ ফাওযানের গভীর জ্ঞান, ভারসাম্যপূর্ণ চিন্তাভাবনা ও পরিমিত ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রশংসা করে শায়খ সুদাইস বলেন, গবেষণা দাওয়াত ও ফিকহে তার অবদান শুধু সৌদি আরব নয়, সমগ্র ইসলামী বিশ্বকে সমৃদ্ধ করেছে।তিনি আরও বলেন, এই নিয়োগ সৌদি নেতৃত্বের সেই প্রজ্ঞাপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যার মাধ্যমে আলেমদের মর্যাদা রক্ষা ও ইসলামী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা জোরদার করার প্রতি অঙ্গীকার প্রকাশ পায়।
বিশেষ করে সমাজে মধ্যপন্থা ও ভারসাম্যের আদর্শ প্রতিষ্ঠায় এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার জন্য শুভকামনা ও দোয়া করে শায়খ সুদাইস বলেন, আল্লাহ যেন শায়খ সালেহ আল-ফাওযানকে তার নতুন দায়িত্ব পালনের তাওফিক দান করেন, ইসলাম, দেশ ও নেতৃত্বের সেবা করার শক্তি প্রদান করেন এবং সৌদি আরবে স্থায়ী শান্তি, স্থিতি ও কল্যাণ বরকত বজায় রাখেন।