ডেঙ্গু আক্রান্তদের বয়স ১০ বছরের নিচে

নিজস্ব প্রতিবেদক॥

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শিশুরাই বেশি। চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ২৬ দশমিক ১ শতাংশের বয়স ১০ বছরের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশে ২৭৫ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২২০ জন। একদিনে ডেঙ্গু শনাক্ত রোগীর মধ্যে শূন্য থেকে ১ বছরের মধ্যে রয়েছে ১ দশমিক ৪ শতাংশ, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ২৬ দশমিক ১ শতাংশ, ১১ থেকে ২০ বছরের রয়েছে ২২ দশমিক ৩ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৯ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ১০ দশমিক ৪ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের ১২ দশমিক ৩ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের ৫ দশমিক ২ শতাংশ এবং ৬০ বছরের উপরে ৩ দশমিক ৩ শতাংশ রয়েছে। সেপ্টেম্বরের ৬ দিনে ১ হাজার ৭৩৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। দেশে ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের এই কয়েকদিনে ৬ জন, আগস্টে মারা গেছেন ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৩৩ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ৭৪ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৫৯ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ৯১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০ হাজার ৮০৬ জন।

নির্বাচনের আগে এসপি ওসিদের বদলি হবে লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে এসপি ওসিদের বদলি হবে লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনের আগে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির দিকনির্দেশনা মূলক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমার হাতে এসপি ও ওসিদের বদলি পদায়নের ক্ষমতা রয়েছে। তাই নির্বাচনের আগে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে। এখানে সচিবালয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও লটারিতে উপস্থিত রাখা হবে।

উপদেষ্টা জানান আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য কাজ করবে। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নিজ নিজ এলাকায় তাঁরা প্রশিক্ষণ নেবেন। তিনি বলেন নির্বাচন জাতীয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে জন্য যা যা করার দরকার তা করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে দিকনির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আমরা আমাদের কাজ এগিয়ে নিচ্ছি। ওই ভাষণের ধারাবাহিকতায় আজকে এই সভা ডাকা হয়েছে। নির্বাচনের আগে যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দরকার তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম