গাজীপুরে কাঁচা মাল আড়ৎদার মালিক সমিতির ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কম্বল ও খাবার বিতরণ

হাফসা আক্তারঃ

গাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তা কার্যালয়ে কাচাঁমাল আড়ৎদার মালিক সমিতির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা, কম্বল ও রান্না করা খাবার বিতরণ করা হয় ।সোমবার দুপুরে গাজীপুর আড়ৎদার মালিক সমিতির সভাপতি মো: আব্দুল সোবাহান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাজাহান খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মালেক খসরু, ওসি (তদন্ত ) মোঃ জাহাঙ্গীর আলম,জাতীয় শ্রমিকলীগ গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল কাদির, শ্রমিকলীগ নেতা মুজিবুর রহমান, মো: ইব্রাহীম মিয়া, আব্দুল জলিল, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শওকত আলম,আওয়ামী লীগ নেতা আবুল হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন মো: ইয়াসিম মিয়া, শাহজাহান খন্দকার, আফজাল হোসেন সরকার মন্ডল, সুলতান মন্ডল, আতিকুল ইসলাম রাহাত প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, গাজীপুর কাচাঁমাল আড়ৎদার মালিক সমিতির দীর্ঘ ১৭ বছর শান্তিপূর্ন ভাবে ব্যবসা বানিজ্য করে আসছেন, কিন্তু ইতিমধ্যে একটি ষড়যন্ত্রকারী এ সমিতির মান ক্ষুন্ন করার পায়তাড়া করে আসছে এ সব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য সংগঠনের নেতৃবৃন্দকে সজাগ থাকার আহবান জানান।

 সড়কে বাস-অটোভ্যানের সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি ॥

টাঙ্গাইলের ধনবা‌ড়ি বাস ও অটোভ্যানের মুখোমু‌খি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুত্বর আহত হন আরও দুইজন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জামালপুর-ধনবা‌ড়ি সড়কের নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গোপালপুর উপজেলার সু‌তি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকারের ছেলে ও অটোভ্যান চালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শ‌হিদের ছেলে সাইফুল ইসলাম (২২), সাইফুলের ভাই মৃদৃল (১৫) ও একই গ্রামের ফজলুলের ছেলে হাসান (১৯)।

ধনবা‌ড়ির থানার ডিউ‌টি অ‌ফিসার এএসআই আ‌শিকুজ্জামান জানান, জামালপুর থে‌কে ঢাকগামী এক‌টি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ‌টোভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোভ্যানের চালকসহ দুইজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার চি‌কিৎসক তাদের মৃত‌ ঘোষণা করেন।

তি‌নি আরও জানান, ময়নাতদন্ত ছাড়া রাতেই নিহতদের লাশ তাদের প‌রিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান