লালবাগ কেল্লার মাঠ অপরাধীদের দখলে

মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টারঃ 

রাজধানীর লালবাগ কেল্লার মোড় শ্মশানঘাট সংলগ্ন দেলোয়ার হোসেন খেলার মাঠের দক্ষিণ পাশে সন্ধ্যা নামলেই অন্ধকার নেমে আসে এবং অপরাধীদের জমায়েত বাড়ে। দীর্ঘদিন ধরে রাতে লাইট না জ্বালানোর কারণে এলাকাটি এখন ছিনতাই ও মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে। অন্ধকারের সুযোগ নিয়ে প্রায় প্রতিদিনই ঘটছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। এতে স্থানীয়রা মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, শিশু-কিশোরদের খেলাধুলার জন্য নির্ধারিত এই মাঠ সন্ধ্যার পরেই অপরাধীদের দখলে চলে যায়। ছিনতাই, মাদক সেবন ও অপরাধীদের আড্ডায় পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠছে। ফলে সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে চলাফেরা করছেন।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে মাঠে খেলার আনন্দ ও বিনোদন হওয়ার কথা, সেখানে রাতে লাইট না জ্বালানো থাকায় এখন এটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিদিন ভয় নিয়ে চলাফেরা করি। মাস কয়েক হলো রাতে মাঠের লাইটগুলো আর চালানো হয় না। আগে যখন মাঠে রাতে খেলাধুলা হতো, তখন ভোর পর্যন্ত লাইট জ্বালানো থাকত। সেই সময় ছিনতাই বা অপরাধের কোন ঘটনা ঘটেনি। কিন্তু কয়েকমাস ধরে লাইট বন্ধ থাকায় অপরাধ বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে থাকা এই মাঠে রাতে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে। এলাকাবাসী অবিলম্বে মাঠের চারপাশে রাতে লাইট জ্বালিয়ে রাখা এবং প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার নবাগত ওসি আবু বকর সিদ্দিক

 

আল-আমীন মল্লিক শ্যামল :

নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদনের পর সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাকে বন্দর থানায় বদলি করা হয়েছে। তার স্থানে নতুন ওসি হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

সদ্য বদলি হওয়া ওসি গোলাম মোস্তফা এবছর ১১ জানুয়ারি যোগদান করেন সিদ্ধিরগঞ্জ থানায়। দীর্ঘ ১১ মাস দ্বায়িত্ব পালন শেষে তিনি একই জেলার বন্দর থানায় যোগদান করেন।

সোমবার (১১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বভার গ্রহণ করেন সদ্য যোগদানকৃত মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বিষয়টি দৈনিক সবুজ বাংলাদেশকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার)।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম