১৩ পুলিশ সুপার নতুন দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক ॥

পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

পুলিশ সুপারদের মধ্যে— এসবির এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়, পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে, ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এপিবিএনের উক্য সিংকে পিবিআইতে ও মিশন থেকে বাংলাদেশ পুলিশে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারদের (সুপারনিউমারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটনে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

 

আলোচিত সেই গৃহায়ন সচিব পদে শহীদ উল্লা খন্দকারকে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য সুপারিশ

নিজস্ব প্রতিবেদক॥
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা মো: শহীদ উল্লা খন্দকারকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগের জন্য সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গত বুধবার (১ সেপ্টেম্বর) এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা মো: শহীদ উল্লা খন্দকার (পরিচিতি নম্বর ৩৪১৪)-কে জনস্বার্থে পুনরায় ১ (এক) বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়টি সদয় বিবেচনা করা যেতে পারে। আর এশহীদ উল্লা খন্দকারের কারনে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদিপ কুমার আজ বেপরোয়া সংসদীয় কমিটির সুপারিশের কারনে লঘু শাস্তি পাওয়ার ১ বছর পূর্ন না হতেই এই সচিবের কারনে সে প্রদোন্নতি পেয়ে যায়

চিঠিতে আরও বলা হয়, মো: শহীদ উল্লা খন্দকার  ২৩ সেপ্টেম্বর ১৯৫৮ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫ম ব্যাচের কর্মকর্তা হিসাবে ১৯৮৬ সালে চাকরিতে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি গত ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদ হতে অবসরে গমন করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৭ সালের প্রজ্ঞাপনমূলে তাঁকে ২ (দুই) বছর মেয়াদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালে তাঁকে পুনরায় ২ (দুই) বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ আগামী ২২ সেপ্টেম্বর ২০২১ তারিখে পূর্ণ হবে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম