
ডেস্ক রিপোর্ট :
আজ সোমবার রাজধানীতে দুই দিনব্যাপী ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫ এর প্রথম দিনের প্রথম সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুলশানে লেকশোর হোটেলে এ সামিট অনুষ্ঠিত হয়েছে। এর যৌথ আয়োজক ভয়েস ফর রিফর্ম, ব্রেইন, ইনোভিশন কনসাল্টিং, ফিনটেক সোসাইটি ও নাগরিক কোয়ালিশন। দেশের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে অর্থনৈতিক সংস্কারকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আনাই এই সম্মেলনের মূল লক্ষ্য। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা এফআইডি বিলুপ্ত করা হবে বলে জানিয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে এফআইডি বিলুপ্ত করা হবে। সরকারি ব্যাংকগুলোর কে কোথায় বসবে, কীভাবে লুট করবে, তা ঠিক করা ছাড়া এ বিভাগের আর কোনো কাজ নেই। গত মেয়াদে (বিএনপির) এটা বন্ধ করে দিয়েছিলাম, শেখ হাসিনা আবার ফিরিয়ে এনেছিল। আমীর খসরু বলেন, নতুন বাংলাদেশে জনগণমুখী নতুন অর্থনীতি গড়তে হলে আর্থিক শৃঙ্খলা ও সংস্কার দরকার। এ জন্য বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে। ব্যাংক খাতের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক, সরকার নয়। এখানে রাজনৈতিক নিয়োগ হবে না। বিএনপি কখনো বিএসইসি (শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা) বা বাংলাদেশ ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দেয়নি।
বিএনপির নেতা বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান গড়তে কেন ছয় মাস লাগবে? কেনো সরকারি অফিসে দৌড়াতে হবে? সভ্য দেশে এসব নাই। ব্যবসা সহজ করতে নতুন ফর্মুলা আবিষ্কার করার দরকার নেই। বিশ্বের সবচেয়ে ভালো অনুসৃত নীতিগুলো অনুসরণ করতে পারি। ব্যবসায় আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে আমলাদের কাজ কমিয়ে দেওয়া হবে মন্তব্য করে তিনি বলেন, আমরা সিরিয়াস ডিরেগুলেশন করবো। ব্যবসায়িক সংগঠনগুলোকে নিজেদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। নীতিমালা তৈরি করবে নীতিনির্ধার করা, আমলারা নয়।
আমীর খসরু বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য পুরনো মডেল কাজ করছে না। এটা কিছু মানুষের ভাগ্য বদলেছে, সাধারণ মানুষের নয়। আমাদের সাধারণ মানুষের ভাগ্য বদলের অর্থনৈতিক মডেল নিয়ে এগুতে হবে। যেখানে শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, খেলাধুলা, থিয়েটারও বিকাশ করা হবে, এক্ষেত্রে বিনিয়োগ হতে হবে। তার মন্তব্য বিনিয়োগের জন্য পুঁজিবাজার লাগবে, বিশেষত দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য।










