আইএমএফ বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দেবে, সিদ্ধান্ত চূড়ান্ত

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশকে প্রায় ৪.৭ বিলিয়ন বা ৪৭০ কোটি ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বোর্ড সভা। সংস্থাটির অফিসিয়াল সাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের এক্সিকিউটিভ বোর্ড ‘এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) অধীনে বাংলাদেশের প্রায় ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণের অনুরোধ অনুমোদন করেছে। এর বাইরে নবগঠিত রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) অধীনে ১.৪ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। এই ফান্ড থেকে এশিয়ার কোনো দেশ এই প্রথম অর্থ পাচ্ছে।

আইএমএফের ওয়েবসাইটে প্রকাশিত প্রেস রিলিসে আরও বলা হয়েছে, ইসিএফ এবং ইএফএফ এর ঋণের প্রথম কিস্তি হিসেবে শিগগিরই প্রায় ৪৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার পাবে বাংলাদেশ। সরকার আশা করছে, এটি ফেব্রুয়ারি মাসেই পাওয়া যাবে।

এরআগে সোমবার (৩০ জানুয়ারি) রাতে, এক বিবৃতিতে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাড়ে ৪ বিলিয়ন ডলার অর্থপ্রাপ্তির খবর দিয়েছিলেন। এসময় তিনি আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক আন্তোয়নেট মনসিও সায়েহ এবং মিশন প্রধান রাহুল আনন্দসহ যে দলটি এই ঋণের বিষয়ে বাংলাদেশ সফর করেছিলেন, তাদের প্রতি ধন্যবাদ জানান। পাশাপাশি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অর্থমন্ত্রী বলেন, এ ঋণ অনুমোদনের মাধ্যমে এটাও প্রমাণিত হলো যে, আমাদের সামষ্টিক অর্থনীতির মৌলিক এলাকাগুলো শক্ত ভিতের ওপরে দাঁড়িয়ে আছে এবং অন্যান্য অনেক দেশের তুলনায় তা ভালো।

এর আগে, গত ১৬ জানুয়ারি ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন আইএমএফের উপ ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ। ঋণের বিষয়টি নিয়ে সেদিন আলোচনা হয়। এর আগে তিনি বৈঠক করেন অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও। এরপর ঋণের বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় আইএমএফ।

সব ঠিক থাকলে, অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে সহায়তা হিসেবে সংস্থাটির ৩২০ কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ। বাকি অর্থ মিলতে পারে রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনিবিলিটি ফ্যাসিলিটির আওতায়। এতে সুদের হার হবে ২ দশমিক ২ শতাংশ। চুক্তি হবে ৪২ মাসের।

একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ

স্টাফ রিপোর্টার: 

দিনাজপু‌রের খানসামা উপ‌জেলায় একই র‌শি‌তে মা–মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে উপ‌জেলার আঙ্গারপাড়া ইউনিয়‌নের আরা‌জি যু‌গির‌ঘোপা গ্রা‌মের বেনুপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁদের লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

লাশ দুটির পাশ থেকে মৃত্যুর জন্য কেউ দা‌য়ী নয় বলে হা‌তে লেখা এক‌টি চিরকুট পেয়েছে পু‌লিশ। তবে মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজনের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মৃত দুজন হলেন সুজাতা রানী রায় (২৪) ও তাঁর মে‌য়ে নীলা‌দ্রি রানী রায় (৬)। সুজাতা ওই গ্রামের ভক্ত রায়ের স্ত্রী ও পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার বিলাইচণ্ডী ইউনিয়নের বাঘাচড়া গ্রামের ঝাউপাড়ার অমিত‍্য রায়ের মেয়ে। তি‌নি পা‌কেরহ‌াট সরকা‌রি ক‌লে‌জের স্নাতক (সম্মান) তৃতীয় ব‌র্ষের শিক্ষার্থী ছি‌লেন। সুজাতার স্বামী ভক্ত রায় পেশায় দ‌রজি। স্ত্রী-সন্তা‌নের মৃত্যুর পর আত্ম‌গোপ‌নে র‌য়ে‌ছেন তি‌নি।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, ২০১৮ সা‌লে সুজাতা ও ভক্ত রায়ের বিয়ে হয়। বা‌ড়ি‌তে সুজাতা প্রতিদিন সন্ধ্যায় পূজা–অর্চনা কর‌তেন। গতকাল সন্ধ্যায় বাতি না দেওয়া এবং পূজা–অর্চনা না দেখে তাঁর দেব‌রের বউ চন্দনা খোঁজ কর‌তে যান। এ সময় ঘ‌রের দরজা ভেতর থে‌কে আটকা‌নো দেখ‌তে পান চন্দনা। প‌রে তিনি আলো জ্বালিয়ে ঘ‌রের চা‌লে একই র‌শি‌তে মা-‌মে‌য়ে ঝুলন্ত মর‌দেহ দেখেন। চন্দনার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসেন।

বিষয়‌টি‌কে প‌রিক‌ল্পিত হত্যাকাণ্ড বলে দা‌বি কর‌ে‌ছেন সুজাতার ভাই মিঠুন রায়। তি‌নি ব‌লেন, ‘রা‌তে জান‌তে পে‌রে ঘটনাস্থ‌লে যাই। তাঁদের প‌রিবা‌রে অশা‌ন্তি লেগে‌ই থাক‌ত। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমূল হক বলেন, এক র‌শি‌তে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন্য দিনাজপুর মে‌ডি‌কেল কলেজে পাঠা‌নো হ‌য়েছ। নিহত‌ ব্যক্তিদের শরী‌রে আঘা‌তের কোনো চিহ্ন পাওয়া যায়‌নি। ঘটনার পর থে‌কে আত্ম‌গোপ‌নে আছেন সুজাতার স্বামী ভক্ত রায়।

সবা:স:জু- ৪১৫/২৪
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান