নিজের মৃত্যুর খবর রটাতে নিজের মতো দেখতে তরুণীকে খুন

আন্তর্জাতিক ডেস্কঃ

নিজের মৃত্যুর খবর রটাতে নিজের মতো দেখতে আরেকজনকে খুন করে পলাতক হয়েছিলেন জার্মান এক তরুণী। খবর ইয়াহু নিউজ’র।

প্রতিবেদনে বলা হয়, পারিবারিক ঝামেলা এড়াতে গা-ঢাকা দিতে চেয়েছিলেন ওই তরুণী। তার আগে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়াতে অবিকল তার চেহারার সমবয়সী এক তরুণীকে খুন করেন। ওই তরুণীকে খুনের অভিযোগে গত আগস্টে এক জার্মান-ইরাকি তরুণী এবং তার পুরুষ বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন তদন্তের পর হত্যার রহস্য উদঘাটন হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত সারাবান পারিবারিক সমস্যার কারণে আত্মগোপনে যেতে চেয়েছিলেন। আত্মগোপনে যাওয়ার আগে তার মতো দেখতে কাউকে খুন করে নিজের মৃত্যুর নাটক সাজাতে চেয়েছিলেন সারাবান। তাই অনেক দিন ধরেই খুনের পরিকল্পনা করছিলেন তিনি। শেষমেশ গত আগস্টে খাদিদজা নামের এক তরুণী তার সাথে দেখা করতে সম্মত হয়।

এ সময় পুরুষ বন্ধুকে নিয়ে হেইলব্রনের বাড়ি থেকে তাকে গাড়িতে তুলে নেন সারাবান। এরপর ইঙ্গলস্টাড দিয়ে ফেরার সময় একটি জঙ্গলে তাকে গাড়ি থেকে নামিয়ে খুন করেন।

স্থানীয় গণমাধ্যমের দাবি ৫০ বারেরও বেশি ছুরিকাঘাত করা হয় ওই তরুণীকে। পরে ভুক্তভোগীকে গাড়িতে রেখে পালিয়ে যান তারা।

নতুন প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেনের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার:

সজ্জন ও ভালো মানুষ হিসাবে সমধিক পরিচিত এবং একজন দক্ষ প্রকৌশলী হিসাবে সুনাম রয়েছে নতুন প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেনের। গত২ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগে গত ১২/০৯ ২০২৩ তারিখে অনুষ্ঠিত চলতি দায়িত্ব প্রদান সংক্রান্ত কমিটি সভার সুপারিশক্রমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) মো. আলি আখতার হোসেনকে প্রধান প্রকৌশলীর শূন্য পদে প্রধান প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হলো।

এর আগে এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনকে ২৯ সেপ্টেম্বর থেকে অবসর প্রদান করা হয়। তার বিরুদ্ধে বয়স জালিয়াতি করে এক বছর বেশি দায়িত্ব পালনের অভিযোগে তদন্ত চলছে। সে কারণে তাকে অবসত্তোর ছুটি না দিয়ে সরাসরি অবসরে পাঠানো হয়।

উল্লেখ্য, প্রকৌশলী হলেন মো. আলি আখতার হোসেনএ লজিইডিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে চাকরি করে আসছেন। জন্মসূত্রে রাজশাহী জেলার বাসিন্দা মো. আলী আখতার হোসেন প্রধান প্রকৌশলী হওয়ায় সারাদেশে এলজিইডির কর্মকর্তা- কর্মচারিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে চলেছে। জানতে চাইলে জেলার দায়িত্বে থাকা একজন নির্বাহী প্রকৌশলী বলেন, আশা করছি বর্তমান প্রধান প্রকৌশলীর নেতৃত্বে এলজিইডিতে কাজের গতি ফিরবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি