স্কুল ভবনে বেসরকারী ব্যাংক, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ

 

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর বি বি এস উচ্চ বিদ্যালয়ের ভেতরে নিয়মবহির্ভূতভাবে বেসরকারি ব্যাংকের শাখার কার্যক্রম চলছে। ফলে স্কুলের ভেতরে বহিরাগতদের পদচারণায় নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। এ ব্যাপারে একাধিক অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুলের ভেতরে ব্যাংকিং কার্যক্রম থাকায় এখানে লোকজনের যাতায়াত থাকায় শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে, ফলে শিক্ষার পরিবেশ দিন কি দিন খারাপের দিকে যাচ্ছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাহের ভূইয়া এবং প্রধান শিক্ষক মো. সানু মিয়া এ প্রতিনিধিকে বলেন, বিদ্যালয়ের সুবিধার জন্য এখানে স্যোসাল ইসলামিক ব্যাংক লিমিটেড শাখার কার্যক্রম অব্যাহত রয়েছে। ব্যাংক শাখা ভাড়া দেয়া হয়েছে । এখানে আমরা রেজুলেশনের মাধ্যমে কাজটি করেছি, যা অস্থায়ী ভাবে রয়েছে ।

তিনি বলেন, ব্যাংকের বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জানানো হয়নি । উক্ত ব্যাংক শাখাটির স্বাত্বাধিকারী মেসার্স জিলানী টেলিকম । তিনি বলেন, স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সাথে কাগজ করে পাঁচ বছরের জন্য আমরা এখানে আছি ।

এমপিও ভূক্ত স্কুলে বেসরকারী ব্যাংকের কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. ফারুক আহাম্মদ বলেন, বিষয়টি আমি প্রথম জানলাম। কান্দুঘর বি বি এস উচ্চ বিদ্যালয়ের ভেতরে বেসরকারী ব্যাংক এটা কোন ভাবে কাম্যনয় । এবং এটি অসর্মথন যোগ্য। আমি স্কুল পরিদর্শনে যেয়ে সত্যতা পেলে গ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

বিভিন্ন সময় অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরঃ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীর পরিকল্পিত হামলায় আহত সাংবাদিক মাহফুজ বাবু হাসপাতালে

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক ভোরের কলাম এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মাহফুজ বাবু’র উপর পরিকল্পিত হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী কুখ্যাত সন্ত্রাসী ময়নামতি সমেশপুর এলাকার মেহেদী হাসান রিয়াদসহ সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত সাংবাদিক বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামীদের খোঁজে পায়নি বলে জানা গেছে।

বুধবার বিকেল আনুমানিক সারে ৩টায় জেলা সদরের শুভপুর এলকায় গোমতী বাঁধের ওপর এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মাহফুজ বাবু কোতোয়ালি মডেল থানায় মেহেদী হাসান রিয়াদ ও তার তিন সহযোগীসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও আহত সাংবাদিকের সাথে কথা বলে জানা যায়, বিভিন্ন সময় চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারিসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সন্ত্রাসী মেহেদী হাসান রিয়াদ এর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সুপরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ভাবে ফাঁদ পেতে ব্যার্থ হয় রিয়াদ। সে বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির সমেশপুর এলাকার আক্তার মিয়ার ছেলে। বুধবার বিকেলে নগরীর সংরাইশ থেকে গোমতী বাঁধ সড়ক দিয়ে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে শুভপুর এলাকায় পৌছুলে দুটো মোটরসাইকেল নিয়ে মাহফুজ বাবু গাড়ির সামনে পথরোধ করে দাড়ায়। গাড়ি থেকে নামার পর রিয়াদ, ফরহাদ সহ সাথে থাকা অন্যান্যরা এলোপাতাড়ি মারধর করতে থাকে তাকে। এসময় মাহফুজ বাবুর গাড়ি চালক আব্দুল্লাহ বাঁধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। মূহুর্তেই আরো কয়েকটি মটর সাইকেলে ৭/৮ জনের একটি বাহিনী জিআই পাইপ, রড, লাঠি নিয়ে এসে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে তিন টি মোবাইল ফোন ঘড়ি ও মানিব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে পরে। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে কোতোয়ালি মডেল থানার এসআই নিয়ামুল সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি বলে জানা গেছে। সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক মাহফুজ বাবু বর্তমান আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, কিশোর গ্যাং সদস্য রিয়াদের বিরুদ্ধে বুড়িচং ও কোতোয়ালি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সাংবাদিক সংগঠন ও স্থানীয় সাংবাদিকরা এবিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান