স্কুল ভবনে বেসরকারী ব্যাংক, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ

 

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর বি বি এস উচ্চ বিদ্যালয়ের ভেতরে নিয়মবহির্ভূতভাবে বেসরকারি ব্যাংকের শাখার কার্যক্রম চলছে। ফলে স্কুলের ভেতরে বহিরাগতদের পদচারণায় নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। এ ব্যাপারে একাধিক অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুলের ভেতরে ব্যাংকিং কার্যক্রম থাকায় এখানে লোকজনের যাতায়াত থাকায় শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে, ফলে শিক্ষার পরিবেশ দিন কি দিন খারাপের দিকে যাচ্ছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাহের ভূইয়া এবং প্রধান শিক্ষক মো. সানু মিয়া এ প্রতিনিধিকে বলেন, বিদ্যালয়ের সুবিধার জন্য এখানে স্যোসাল ইসলামিক ব্যাংক লিমিটেড শাখার কার্যক্রম অব্যাহত রয়েছে। ব্যাংক শাখা ভাড়া দেয়া হয়েছে । এখানে আমরা রেজুলেশনের মাধ্যমে কাজটি করেছি, যা অস্থায়ী ভাবে রয়েছে ।

তিনি বলেন, ব্যাংকের বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জানানো হয়নি । উক্ত ব্যাংক শাখাটির স্বাত্বাধিকারী মেসার্স জিলানী টেলিকম । তিনি বলেন, স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সাথে কাগজ করে পাঁচ বছরের জন্য আমরা এখানে আছি ।

এমপিও ভূক্ত স্কুলে বেসরকারী ব্যাংকের কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. ফারুক আহাম্মদ বলেন, বিষয়টি আমি প্রথম জানলাম। কান্দুঘর বি বি এস উচ্চ বিদ্যালয়ের ভেতরে বেসরকারী ব্যাংক এটা কোন ভাবে কাম্যনয় । এবং এটি অসর্মথন যোগ্য। আমি স্কুল পরিদর্শনে যেয়ে সত্যতা পেলে গ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

কুসিক উপনির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ডা.তাহসিন বাহার সূচনা

শাহাদাৎ কামাল শাকিল, সদর দক্ষিণ, প্রতিনিধি,কুমিল্লা:

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচনের আওয়ামী লীগের সমর্থন পেলেন এমপি বাহার কন্যা ডা. তাহসিন বাহার সূচনা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
তাহসিন বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বড় মেয়ে ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেছেন। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধিত সভায় চিঠি দিয়ে দাওয়াত দেয়া হয় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের কমিটির নেতাকর্মীদের। সন্ধ্যা ছয়টায় সভা শুরু হয়। সভা শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে তাহসিন বাহার সূচনাকে সমর্থন দেয়। পরে আওয়ামী লীগের মহানগর সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার তাহসিন বাহার সূচনাকে সমর্থন দিয়ে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
বক্তব্যে তাহসিন বাহার সূচনা বলেন, গত দুই নির্বাচনে নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। তৃণমূলের নেতাকর্মীদের আরও কাছে যেতে পেরেছি। অনেকে প্রবীণ নেতা আছেন যারা আমার বাবার সঙ্গে রাজনীতি করেন তারা সবাই আমাকে সমর্থন দিয়ে কৃতজ্ঞ করেছেন। সবাই আমাকে ছোট বেলা থেকে হাতে হাতে মানুষ করেছেন। আমি সবার কাছে তাদের মেয়ের হিসেবে পাশে থাকার আহবান জানাই।
বক্তব্যে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমার মেয়ে হিসেবে তার কথা বলছি না। তার ধমনিতে আমার রক্ত আছে তাই আমি বিশ্বাস করি সে আমার মতই জনগণের জন্য কাজ করবে। পৃথিবীর কোন শক্তি নেই তাহসিন বাহার সূচনাকে ঠেকাতে পারে কারণ সবার সমর্থন তার সাথে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন কুসিকের তৃতীয় নির্বাচনে আরফানুল হক রিফাত মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাতের মৃত্যু হয়। ১৮ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে কুমিল্লা সিটিতে দুই লাখ ৪২ হাজার ভোটার রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম