মেঘনা উপজেলা প্রেসক্লাব’র সভাপতির পিতা-মাতার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদুল হাসান বিপ্লব সিকদারের পিতা-মাতার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মেঘনা প্রেসক্লাবের হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল আলম, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুছ সালাম, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, মেঘনা থানা ওসি (তদন্ত) জহিরুল ইসলাম।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ, মানিকার চর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাতেন, চন্দনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দীন মিয়া, মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ইসমাইল হোসেন মানিক, সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রনি, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি মহসিন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ ইমাম হোসেন, নির্বাহী সদস্য আলাউদ্দিন ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হোসেন, সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ মুক্তি, মমিনুল ইসলাম, নাইমুল ইসলাম শহিদ ও নাজিমুদ্দিন ।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদারের মা ও বাবা ১৭ ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেন। মাহমুদুল হাসান বিপ্লব সিকদার তার বাবা মায়ের মৃত্যুতে যারা সমবেদনা জানিয়েছেন সকলের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের নিকট দোয়া চেয়েছেন ও ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

ভোর রিহ্যাব সেন্টারে অনিয়মের পাহাড়,রাত হলেই বসে প্রাক্তন ক্যাডারদের আড্ডা

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বহুল আলোচিত ভোর মাদকাসক্তি রিহ্যাবিলিটেশন সেন্টারে চলছে ভয়াবহ অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেখানে ১০ থেকে ২০ বেডের লাইসেন্স প্রদান করে, সেখানে এই সেন্টারে নিয়ম ভেঙে তার দুই থেকে তিন গুণ বেশি রোগী রাখা হচ্ছে।এ বিষয়ে জানতে নির্বাহী পরিচালক পারভেজ আহমেদ-এর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদকের সঙ্গে উদ্বতপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। তদন্তে আরও জানা যায়, লাইসেন্সে দেখানো সার্বক্ষণিক চিকিৎসক সেন্টারে অধিকাংশ সময় উপস্থিত থাকেন না।নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন রোগী বলেন, “লাইসেন্সের তিন গুণ রোগী রাখার কারণে ভেতরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পর্যাপ্ত খাবার দেওয়া হয় না। একটু কথা বললেই মারধর করা হয়। আবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন এলে আমাদের ভাগ করে বাইরে বসিয়ে দেওয়া হয় এবং দেখানো হয় আমরা সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছি।”স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক একটি দলের সাবেক ক্যাডাররা রাতে এখানে নিয়মিত আড্ডা জমায়। এতে রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জানান, “এ ধরনের অভিযোগ সত্য প্রমাণিত হলে আমরা সেন্টার তাৎক্ষণিকভাবে সিলগালা করে দিই এবং লাইসেন্স বাতিল করি।”অন্যদিকে স্থানীয় প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন,“আমরা বিষয়টি অবগত হয়েছি। উক্ত এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে। অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”স্বাস্থ্য আইন বিশেষজ্ঞদের মতে,লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে সেন্টারের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হবে।রোগীদের অমানবিকভাবে রাখা ও নির্যাতনের প্রমাণ মিললে ফৌজদারি মামলা হতে পারে।পরিচালক ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জেল ও অর্থদণ্ডের মুখোমুখি হতে হবে। তাদের মতে, রিহ্যাব সেন্টারগুলো মাদকাসক্তদের নতুন জীবন দেওয়ার জায়গা। কিন্তু অনিয়ম ও স্বার্থসিদ্ধির জন্য রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুধু অনৈতিক নয়, বরং অপরাধ হিসেবে গণ্য হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি