রাজশাহীতে জামাতের রোকন সহ আটক তিন

মোঃমাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরোঃ-

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের প্ররোচনা ও ষড়যন্ত্র করাকালে জামায়াতের রাসিক ১৬নং ওয়ার্ড ইউনিটের জামায়াতের রোকন ও শিবির কর্মীসহ ৩ জনকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে জুম মিটিং এর সরঞ্জামাদি, বিপুল পরিমান জিহাদী বই, ব্যানার, ক্যাশ রেজিস্টার, দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার হয়।

আটককৃতরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কয়েরদাড়া বিলপাড়া গ্রামের মৃত লালু শেখের ছেলে জামায়াতের রাসিক ১৬নং ওয়ার্ড ইউনিটের রোকন মোঃ রবিউল শেখ (৪০), দরগাপাড়ার মৃত আঃ রশিদের ছেলে মোঃ পারভেজ (২২) ও মতিহার থানার নতুন বুথপাড়া গ্রামের মোঃ সিরাজের ছেলে মোঃ হাবিব (২৭)।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও সকল প্রকার নাশকতা মূলক কর্মকান্ড এবং সরকার বিরোধী অপপ্রচার নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার  মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে অভিযান অব্যাহত রেখেছে আরএমপি।

এরই ধারাবাহিকতায় আজ ১১ সেপ্টেম্বর ২০২১ ( ১০ সেপ্টেম্বর ২০২১ দিবাগত) রাত্রী ৪.১৫ টায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ  নিবারন চন্দ্র বর্মন পিপিএিম, এসআই মোঃ শাহিন আকতার, এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের প্ররোচনা, ষড়যন্ত্র ও জুম মিটিং করাকালে আসামী ১। মোঃ রবিউল ইসলাম (৪০), ২। মোঃ হাবিব (২৭), ৩। মোঃ পারভেজ (২২)দের আটক করে। এসময় ১০/১২ জন পালিয়ে যায়। আসামীদের কাছ থেকে ট্যাব, জামায়াত ও ছাত্রশিবিরের কার্যক্রমের বিভিন্ন রেকর্ডপত্র, জিহাদি বই, ব্যানার, ক্যাশ রেজিস্টার ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ অন্যান্য মালামাল উদ্ধার হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কানসাট আব্বাস বাজারে মাদক সিন্ডিকেট গডফাদার

রাজশাহী  প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ শিবগন্জ থানার কানসাট ইউনিয়নের আব্বাস বাজারের নুরুল ইসলাম পিতাঃমৃত আলতাস আলী। সে একজন মাদক ব্যবসায়ীক গডফাদার , এই করোনা মহামারির মধ্যও থেমে নাই ব্যবসা তার চাঁপাইনবাবগঞ্জ জেলা এসপি আব্দুল রাকিব স্যারের দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারস্ সে আনার জন্য কঠোর বিশেষ অভিযান পরিচনার দিক নির্দেশনা দেন।
শিবগঞ্জ থানা পুলিশর এই কঠোর বিশেষ অভিযান প্ররিচলনা থাকার পরেও থেমে নেই মাদক ব্যবসা নুরুল ইসলাম এর। সে বিভিন্ণ নতুন কৌশলে পুলিশের চোখে পাখি দিয়ে কৌশলে মাদক বিক্রি করেই চলছে , এবং তার এই মাদক ব্যবসার কথা এলাকাসী বললেই তাদর সাথে বাদ বিতর্ক করে। তার এই মাদক ব্যবসা করাের ফলে এলাবাসি অশান্তিে ভৌগান্তর শিকাবরে পড়ে আছে। নাম বলতে একজন নারাজি ব্যাক্তি বলেন যে এই নুরুল ইসলাম এলাকাটকে
মাদক বিক্রি করে পরিবেশ নষ্ট করে ফেলছে। আরও বলেন যে কিন্তু দিন আগে জেল খেটে বেরিয়ে এলো আসার পর থেকে আর মাদক ব্যবসা জরদার করে তুলেছে। এবং তাকে কেউ কোন কিছু বলতে গেলে মানুষজনকে বলে আমার মাদক ব্যবসা কেউ বন্ধ করতে পারবেনা, সে বলে আমার অনেক লোকজন আছে এমন ও কথা বলে। সে কানসাট আব্বাস বাজার টাকে দিনে রাতে এমনভাবে প্রতিনিয়ত মাদক বিক্রি করছে বলে বুঝানো যাবেনা, তার কাছে দুর দুরান্তের বড় বড় গাড়ি বহর আসে দিয়ে পান কে যায়। এবং সে নাকি তার মাদক বিক্রি করার জন্য নাকি বিভিন্ন লোকজনকে টাকা দেন। তাই সে দিনে রাতে সব সময় মাদক বিক্রি করেই চলছে, থানা পুলিশের একজন সোর্স মোঃ হাকিম আলী কে নাকি নুরুল ইলাম তাকে মাসিক চাদা দেই। আরও বলে মানুষজনে যে আমার মাদক ব্যবসা কেউ বন্ধ করতে পারবে না। তাই এলাকাসীর লোকজনের দাবি যে পুলিশের এতো কঠোর বিষেশ অভিযান পরিচলানা থাকার পরেও কেমন করে সে দিরতে মাদক বিক্রি করেই চলছে। তাই লোজকনের কথা যে সে যেন মাদক বিক্রি করতে না পারে যেন বিষয়ে আইনের কাছে যেন সে ধরা পড়ে যেন বলেন।
তাই কানসাট আব্বাস বাজারের নুরুল ইসলাম যেন তার এই প্রকাশে যে মাদক বিক্রি করতে না পড়ে এবং যেন আইনের হাতে দিয়ে তার বিচার হয়।
এই নুরুল ইসলাম এলাকটা এমন ভাবে নষ্ট করে ছে বলে বুঝানো যাবে না, তার এই মাদক বিক্রির ফলে দেশের কিশোর যুব সমাজ নষ্ঠ হয়ে যাচ্ছে। তার কাছে মাদক সেবন করতে দুর দুরান্ত থেকে লোকজন আসে, এবং সে এমন ভাবে বাজার টা নষ্ট করে তুলছে বলে যাবেনা। এবং সে নাকি মাদক বিক্রি সিন্ডিকেটের গডফাদার সে হোল সেলার ভাবে মাদক বিক্রি করে, আইনে হাতে যেন ধরা পড়ে তার বিচার হয় সে যেন কানসাট আব্বারে মাদক বিক্রি করতে না পারে সে ব্যবাস্থ নিবেন। পুলিশের এই বিশেষ কঠোর অভিযান দিয়ে সে যেন ধরা পড়ে ও কার বিচার করে। এবং সে মানুজনে মানুষ মনে করেনা মানুজনের সাথে ঝামেলা করে তার অনেক টাকা পয়সা আছে তাকে কেচ কিছু করতে পারবেনা এই কথা বাত্রা বলেন। তাই এলাবাসীর দামি সে যেন আইনের আওতায় যেন ধরা পড়ে ও বিচার হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের