সন্দ্বীপে একযুগ ধরে প্রক্সি শিক্ষিকা নিয়োগ দিয়ে বেতনভাতার সুবিধা নিচ্ছে চেয়ারম্যানের ‘স্ত্রী’!

 

সন্দ্বীপ, (চট্রগ্রাম) প্রতিনিধিঃ

“নিজেরা থাকেন চট্রগ্রাম শহরে , স্কুল চালান ‘প্রক্সি শিক্ষিকা’ দিয়ে। নিজের খেয়াল খুশি মতো মাসে দুই-একদিন বিদ্যালয়ে যান শিক্ষিকা । তার পরিবর্তে ক্লাস নিতে রেখেছেন একজন প্রক্সি শিক্ষিকা। বিগত ১২-১৪ বছর যাবত এমনই ঘটনা ঘটে আসছে চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলা মাইটভাঙ্গা ইউনিয়নের মধ্য মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এসব অনিয়মের অভিযোগ করা হয়েছে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কিশোয়ারা সুলতানা সুমি’র বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, স্কুলটিতে সরকারিভাবে নিয়োগ পাওয়া শিক্ষিকা না পড়িয়ে তিনি থাকেন শহরে। আর দীর্ঘ ১২বছর স্কুল চালান প্রক্সি শিক্ষিকা জমিলা বেগম কে দিয়ে। এতে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে মধ্য মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়মনীতির তোয়াক্কা না করেই ঘরে বসে বেতন ভাতা সহ ভোগ করে আসছেন অন্যান্য সুযোগ-সুবিধা এই শিক্ষিকা। স্কুলে নিয়মিত না এসে ‘অন্য’কে দিয়ে এভাবে ক্লাস করানোয় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, এই শিক্ষিকার বাড়ি মাইটভাঙ্গা ইউনিয়ন (৮) নং ওর্য়াডে, তিনি একই ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানের সহধর্মিনী। শিক্ষিকার স্বামী প্রভাবশালী হওয়ায় এই বিষয় নিয়ে মুখ খুলছেন না প্রধান শিক্ষক সহ অন্যান্যরা । তিনি নিয়মিত স্কুলে না আসায় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রক্সি শিক্ষিকা দিয়ে স্কুলের কার্যক্রম চালিয়ে আসছেন বাকি শিক্ষকরা। বিদ্যালয় থেকে শিক্ষা অফিসের দূরত্ব হওয়ার কারণে সেখানে শিক্ষা অফিস বা প্রশাসনের তেমন নজরদারি না থাকায় এমন সুযোগ নিচ্ছেন তারা। এ বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি স্থানীয়দের।

সরেজমিনে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবকের সাথে কথা বললে তারা জানায়, ‘বহুবার বলা হয়েছে শিক্ষকদের, তারা নিজেদের মতো করে স্কুল চালাচ্ছেন। শহর থেকে দূরে বলে এখানে দেখার কেউ নেই। আমাদের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষকরা আমাদের কথা শোনেন না। ভাড়াটিয়া শিক্ষিকা দিয়ে বাচ্চাদের লেখাপড়া করাচ্ছে । কী শিক্ষা পাচ্ছে ওরা, একবার ভাবেন। বহুদিন আগে শহর থেকে একবার অফিসাররা আসছিল, তারপর আর খোঁজ নিতে আসেনি কেউ।’

এই বিষয়ে প্রক্সি শিক্ষিকা জমিলা বেগমের কাছে জানতে চেয়ে একাধিকবার তার মুঠোফোনে কল করেও সংযোগ পাওয়া যায়নি।

প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়ার বিষয় জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, আমি একটু ব্যস্ত আছি, আমি আপনাকে এই বিষয় নিয়ে মোবাইলে কথা বলতে পারবো না, আপনি কোথায় আছেন সরাসরি দেখা করেন। প্রক্সি শিক্ষিকা দিয়ে ক্লাস নেওয়ার কথা টি তিনি এড়িয়ে যান এবং পরে কল দেবে বলে ফোনের লাইন কেঁটে দেন। এরপর একাধিকবার কল করেও ওনাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম বলেন : বিষয়টি আমরা অভিযোগ পেয়েছি, আমাদের সহকারী শিক্ষা অফিসার কে তদন্তর দায়িত্বে দিয়েছি , তিনি আরও বলেন তদন্তে প্রামাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়ার কোনও সুযোগ নেই।

মাদক ব্যবসায়ীর হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত, মামলা নিতে নারাজ ব্রাহ্মণপাড়ার ওসি

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় মাদক ব্যবসায়ীদের পূর্বপরিকল্পিত হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, পুলিশ এ ঘটনায় মামলা নিতে অনীহা প্রকাশ করেছে।

গত ৪ এপ্রিল সন্ধ্যায় মনোহরপুর থেকে সংবাদ সংগ্রহ করে ব্রাহ্মণপাড়ায় ফেরার পথে রামনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী মো. কিবরিয়া, মো. ফয়সাল এবং অজ্ঞাত আরও পাঁচ-ছয়জন তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

হামলার ফলে একজন গুরুতর জখম হন, একজনের পায়ের হাড় ভেঙে যায় এবং অপরজনও আঘাতপ্রাপ্ত হন। হামলাকারীরা ল্যাপটপ, ক্যামেরা, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাই করে নেয়।

স্থানীয় সূত্র জানায়, মো. কিবরিয়ার দেশের বাড়ি নোয়াখালীর মাইজদী, এনআইডি কার্ডে ঠিকানা ঢাকা ধানমন্ডি হলেও তিনি মাদক ব্যবসা সহজলভ্য করার লক্ষ্যে বুড়িচংয়ে বিবাহ করেন। তিনি পূর্বে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসা চালিয়ে গেলেও গত ৫ আগস্টের পর ভোল পাল্টে কথিত সাংবাদিক পরিচয়ে কার্যক্রম পরিচালনা করছেন। কিবরিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

হামলার সময় বিবাদীরা বুড়িচংয়ের আলোচিত সাংবাদিক মহিউদ্দিন হত্যাকাণ্ডের উদাহরণ দিয়ে একই ধরনের হুমকি দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ওসি মামলা গ্রহণে অনীহা প্রকাশ করেছেন।

তদন্তকারী অফিসার এসআই অমৃত মজুমদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চলছে। থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলোচনা করা হবে।

এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান