নারীর ফাঁদে পড়ে ৫৫ লাখ টাকা গেলো আইনজীবী

নিজস্ব প্রতিবেদক॥

পরিবারসহ অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার প্রলোভনে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর কাছ থেকে ৫৫ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। আইনজীবী এমএবিএম খায়রুল ইসলামের (৪৭) সঙ্গে প্রতারণায় জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তারা হলেন- মো.সাইমুন ইসলাম (২৬) ও মো. আশফাকুজ্জামান খন্দকার (২৬)। এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার, জাল ভিসা ও জাল টিকিটসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এ চক্রের মূলহোতা অস্ট্রেলিয়া প্রবাসী উম্মে ফাতেমা রোজী (৩৫)। তাকেও দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি।

রোববার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

তিনি বলেন, অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের কথা বলে দীর্ঘদিন ধরে জাল ভিসা প্রস্তুত করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন প্রবাসী উম্মে ফাতেমা রোজী। তিনি মাঝেমধ্যে দেশে এসে উচ্চবিত্তদের টার্গেট করে আত্মীয়ের ভিসায় অস্ট্রেলিয়া নিয়ে যাবেন বলে প্রলোভন দেখান। সপরিবারে গেলে (স্বামী-স্ত্রী) ২৩ লাখ আর একা গেলে ১৮ লাখ, সে হিসেবে চুক্তি করতেন তিনি। রোজী নিজেকে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন কনস্যুলার জেনারেল হিসেবে মিথ্যা পরিচয় দিতেন।

সিআইডি জানায়, রোজী দেশে থাকাকালীন তার সঙ্গে পরিচয় হয় সুপ্রিম কোর্টের আইনজীবী এমএবিএম খায়রুল ইসলামের। তখন রোজী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের কাছ থেকে পুরস্কৃত হন ও পুরস্কারের ছবি ভুক্তভোগীকে দেখান। এতে করে ভুক্তভোগী বিশ্বাস করতে থাকেন। এরপর অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনমন্ত্রী এলেক্স হাউকির সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলেও জানান রোজী। এরপর ধাপে ধাপে কাগজপত্র ও ভিসার কথা বলে টাকা নিতে থাকেন। ওই আইনজীবীও রোজীর ফাঁদে পড়ে স্ত্রী-সন্তানসহ পরিবারের আট সদস্যসহ অস্ট্রেলিয়ায় যেতে চেয়েছিলেন তিনি। এজন্য রোজীর দেওয়া দু’টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৫ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা দেন এ আইনজীবী। টাকা দেওয়ার পর কাগজপত্র ও ভিসা হাতে পেয়ে সেগুলো যাচাই-বাছাই করে দেখতে পান সবগুলোই ভুয়া এবং জাল।

অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, ভুক্তভোগী আইনজীবী প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গত ১ জুলাই রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের ধারাবাহিকতায় শনিবার বনশ্রী ও শাজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে এ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে সিআইডি।

 

আপন ভাতিজাকে দুর্ধর্ষ অপরাধী বানাতে মরিয়া উপকমিশনার (কাস্টমস) মোঃ জাহিদুল ইসলাম হাই

স্টাফ রিপোর্টারঃ

আপন ভাতিজাকে দুর্ধর্ষ অপরাধী বানাতে মরিয়া উপকমিশনার (কাস্টমস) মোঃ জাহিদুল ইসলাম হাইপাবনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, পাবনার ভাঙ্গুড়া উপজেলার মৃত হাজী মো. রিয়াজুল ইসলামের চতুর্থ পুত্র মো. জাহিদুল ইসলাম হাই (২৯তম বিসিএস, কাস্টমস, ০১৭১২৯২২৪৩৪) তার আপন বড় ভাইয়ের একমাত্র পুত্রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন ভাতিজা প্রভাষক মো. হাসিনুর রহমান (০১৭১৫২৩৪২০৪)। তিনি রাজধানীর একটি স্বনামধন্য কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত আছেন।
এই কাস্টমস কর্মকর্তার ২০১৮ সালে দুদকের তদন্তে মাত্র ৬ বছরের চাকরি জীবনের শতাধিক দলিলের তথ্য বেরিয়ে এসেছিল । এছাড়াও দেশের মূলধারার বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনে তার দুর্নীতির বিষয়ে প্রতিবেদন ও খবর প্রকাশিত হয়েছে। তাছাড়া সরকারী ক্ষমতার অপব্যবহার করে তিনি বিভিন্ন ব্যবসায়িক ও শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অংকের ঘুষ গ্রহণ করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছেন।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী এর সাবেক  উপকমিশনার বর্তমানে কাস্টমস একাডেমি চট্টগ্রামের উপ-পরিচালক র্মোঃ জাহিদুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা মোঃ হাবিবুল ইসলাম ও সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ মামুনুর রহমান এর সমন্বিত টিম রাজস্ব আহরণের নামে স্থানীয় শিল্প ও সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাটের মামলা, জেল, জরিমানার ভয় দেখিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা উৎকোচ গ্রহণ ও আত্মসাৎ সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৭ জানুয়ারি ২০২১ তারিখের ০৩.০৭৩.০২৭.০৮.০০.০০১.২০১৮-০৫ নম্বর পত্রের সুত্রে প্রাপ্ত দাখিলকৃত অভিযোগসমূহ তদন্ত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ২৩ মে ২০২১ তারিখের ২৭৬ নম্বর স্মারকের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করে অভিযোগসমূহ তদন্তের প্রাক্রিয়া শুরু করে। কমিটিকে ২১ কার্মদিবসের মধ্যে এই তদন্ত কাজ শেষ করার কথা বলা হলেও জাহিদুল ইসলাম তার বিরুদ্দে আনীত অভিযোগের জবাব দাখিলের জন্য দুই মাস সময় চেয়েছেন।

এমনকি মায়ের নামে থাকা সম্পত্তি বাগিয়ে নিতে তিনি নিজের ভাইকে জেল পর্যন্ত খাটিয়েছেন। জাহিদুল ইসলাম হাই প্রতারণার মাধ্যমে অন্য ১১ জন ভাইবোনকে ফাঁকি দিয়ে ভাঙ্গুড়া পৌরশহরের প্রাণকেন্দ্রের সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন ১৮.৫ শতাংশ জমির উপর নির্মিত ৩৫টি দোকানসহ হাজী মার্কেটের জমি নিজের নামে লিখে নেন। ছেলে জাহিদুলের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে উক্ত জমির দলিল বাতিলের মামলাও দায়ের করেছিলেন তার মা (পাবনার ভাঙ্গুড়ার সহকারী জজ আদালতে দায়েরকৃত সিআর মামলা নম্বর: ২৮/২০১২)। জাহিদুল ইসলাম তার মাকে হুমকি-ধামকি দিয়ে নিজের সরকারি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে বাধ্য করান।
মো. হাসিনুর রহমান জানান, তার চাচা জাহিদুল ইসলাম নানাবিধ সময়ে বিভিন্ন দূর্নীতির মাধ্যমে অজস্র নগদ অর্থ এবং অবৈধ সম্পদের মালিক হয়েছে। চাকরি জীবনের কয়েক বছরের ভিতরই শতাধিক দলিলে প্রায় দুইশত বিঘা জমির মালিকও হয়েছেন তিনি।

তার চাচা সবসময় কোন না কোনভাবে পরিবারের কতৃত্ব ফলাতে চান। এই প্রভাষকের দাদী এবং বাবার একটা যৌথ ব্যাংক একাউন্ট আছে (হিসাবের নাম: মোছাঃ শামসুননাহার ও মোঃ শামসুল ইসলাম (আহমেদ শরীফ), হিসাব নম্বর: ৪১০৬-১০০০-১১৫৯৮, সোনালী ব্যাংক লি., ভাঙ্গুড়া বাজার শাখা)। দাদী তার চাচার বাসায় থাকতেন। এই সুযোগে তিনি দাদীর কাছ থেকে চেক নিয়ে এবং তার বাবার স্বাক্ষর নকল করে ২০০৯, ২০১০ ও ২০১১ সালে তিনটি চেকের মাধ্যমে ব্যাংক হিসাব থেকে একটি বড় অংকের অর্থ তুলে নেন। এই টাকা তোলার বিষয়ে তার চাচাকে বলা হলে তিনি ক্ষিপ্ত হয়ে যান। বাবা এর কোন সমাধান ও উপায় না পেয়ে চাচার বিরুদ্ধে ২০১৮ সালে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন। যার পিটিশন মামলা নম্বর ১৮/১৮ (ভাঙ্গুড়া) পাবনা,দণ্ডবিধি ১৮৬০ এর ১০৯/৪০৬/৪২০/৪৬৮/৪৭১ ধারায় মোঃ জাহিদুল ইসলাম হাই, মোঃ শাহিনুর রহমান শাহীন (সুমন), মোঃ রিয়াদ বিশ্বাস-কে আসামিভুক্ত করা হয় যা পিবিআই, পাবনা তদন্তে মামলার প্রাথমিক সত্যতা পেয়ে আমলী আদালত ভাঙ্গুড়া, পাবনা বরাবর প্রতিবেদন দাখিল করেছেন এবং এই মামলায় জাহিদুল ইসলামসহ তিনজনই সাজার আশঙ্কায় হাসিনুর রহমানকে দুর্র্ধষ অপরাধী বানাতে মরিয়া।
মিথ্যা মামলায় ভুক্তভোগী এই প্রভাষক আরও জানান, একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা জাহিদুল ইসলাম পাবনায় উপকমিশনার (কাস্টমস) হিসেবে কর্মরত থাকার সুযোগে বাদী হয়ে তার নামে বাংলা বিড়ি কোম্পানিতে নকল ব্যান্ডরোল সরবরাহকারী হিসাবে তাকে আসামি করেন। এটি জি আর ফৌজদারি মামলার মধ্যে অন্তর্ভুক্ত করে মিথ্যা আসামি করা হয়। যার ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-এ তৎসহ ২৫৯/২৬০ পেনালকোড। এই একই মামলা পরপর পাবনা জেলায় মোট চারটি থানায় দায়ের করা হয়েছে। যার- পাবনার আতাইকুলা থানার মামলা নম্বর-২, তাং ১১.০৩.২০২০। পাবনার সদর থানার মামলা নম্বর-৩০, তাং ১২.০৩.২০২০। পাবনার সুজানগর থানার মামলা নম্বর-৭, তাং ১৩.০৩.২০২০। পাবনার ফরিদপুর থানার মামলা নম্বর-৬, তাং১৪.০৩.২০২০। পুলিশি তদন্তে হাসিনুর রহমানকে উল্লিখিত চারটি মামলা হতে চূড়ান্ত প্রতিবেদনে অব্যাহতি (FRT) প্রদান করে।
হাসিনুর রহমান আরও জানান, কোন সময়ই তিনি বাংলা বিড়ির সঙ্গে চাকুরি বা অন্য কোনও ভাবে জড়িত ছিলেন না। এ ছাড়াও গাজিপুরের জয়দেবপুর থানায় ৩০০ গ্রাম গাঁজা বিক্রির কথা উল্লেখ করে ২০১৮ সালে মামলা করা হয়। মামলা নম্বর-১৩, তাং ১২-১০-১৮ ইং। এই মামলাটি তাঁর আপন চাচা পারিবারিক শত্রুতার কারণে হিংসার বশবর্তী হয়ে পুলিশকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করে দায়ের করেন বলে তিনি মনে করেন। পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে এই মামলা হতেও হাসিনুর রহমানকে অব্যাহতি(FRT)দেওয়া হয়েছে। এযাবত হাসিনুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মোট ৬টি মামলা হতে পুলিশ তদন্তে অব্যাহতি (FRT) দেওয়া হয়েছে।
অন্যদিকে চাচা জাহিদুল ইসলাম নিজের ভাগ্নে শাহিদুর রহমান সাগরকে বাদী সাজিয়ে পাবনার ভাঙ্গুড়া থানায় হুমকির মামলা দায়ের করান, যার নম্বর ৩৮, তাং ২৩-০৭-২০১৮। এই শাহিদুর রহমান সাগর জাহিদুল ইসলামের স্ত্রী সোহেলী পারভীন এর মালিকানাধীন Gen20 Solution নামের প্রতিষ্ঠানের উত্তরা, ঢাকা অফিসে কর্মরত। কাস্টমস কর্মকর্তা জাহিদুলের অবৈধ টাকার আশীর্বাদে ভাগ্নে মো. শাহিদুর রহমান সাগর, মো. শাহিনুর রহমান শাহিন, মো. রিয়াদ বিশ্বাস, বোন আরিফা ইসলাম, শ্বশুর অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার চাটমহর থানার হরিপুর গ্রামের মো. আলাউদ্দিন এবং স্ত্রী সোহেলী পারভীন অগাধ টাকার মালিক হয়েছেন।
মাদক, নকল ব্যান্ডরোল ও হুমকির মামলা দায়ের করে হাসিনুর রহমানকে অপরাধী প্রমাণ করেতে ব্যর্থ হয়ে তিনি নিজ উপজেলার কিছু মানুষের যোগসাজোসে হাসিনুর রহমানকে প্রতারক হিসেবে প্রমাণ করতে স্থানীয় সংবাদমাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়েছেন।
এসমস্ত মিথ্যা মামলায় তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে বলে হাসিনুর রহমান জানান। এবিষয়ে তর মন্তব্য্য জানার জন্য মুঠফোনে কল দিলে প্রতিবেদকের পরিচয় পেয়েই মিটিংএ আছেন বলে ফোন কেটে দেন, পরে পাবনার এক সাংবাদিক দিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি