চন্দনাইশে বই বিনিময় উৎসব অনুষ্ঠিত

এস.এ.এম. মুনতাসিরঃ

পড়া হয়ে গেছে, এমন বইটি জমা দিয়ে নেয়া যাবে অন্য কোনো বই। ভাষার মাসে ‘আসক্তি মাদকে নয়, বইয়ে হোক’এ স্লোগানে ঢাকা ও চট্টগ্রামের পর চন্দনাইশে ২য় বারের মত অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী এক বই উৎসব।

রবিবার (২৬শে ফেব্রুয়ারি) চন্দনাইশ সমিতি-ইউএই এর সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই বই উৎসব। এতে বিনিময় হয়েছে হাজারেরও অধিক বই। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ, বুক রিভিউ, বুক ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিখর স্বেচ্ছাসেবী সংগঠন অনুষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করে।

ভাষাসৈনিক আবুল কালাম আজাদের পুত্র লেখক, গবেষক ও শিক্ষক শাহজাহান আজাদের সভাপতিত্বে বই বিনিময় উৎসবে প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত, প্রধান বক্তা ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল হক চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির মাস্টার, গাছবাড়ীয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন, কবি আবু মুছা চৌধুরী, চন্দনাইশ সমিতি-ইউএই এর অর্থ সম্পাদক মো. কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মামুন, সহ-প্রচার সম্পাদক এম.এ রহিম, প্রবীণ শিক্ষক মৃদুল কান্তি চৌধুরী, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক ছৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক এম.এ হামিদ, সাংবাদিক এস.এ.এম মুনতাসির, লেখক মাজাহার হেলাল প্রমুখ।

সাফাত বিন সানাউল্লাহ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ওহিদুল আলম রাকিব, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিনয় মিত্র (নিমফুল), সাধারণ সম্পাদক শফিউল আলম রাকিব, সাবরিনা আলম মুমু, সালমা সুলতানা পিংকি, মো. জোবায়েদ আলী সাজ্জিল, রাবিছা হক, উম্মে সালমা সামিয়া, আফরা নূর, তানজু আকতার, জান্নাতুল মাওয়া, নিলুফা আকতার, এ.বি.এস ফাহিম, জেসমিন, ফরহাদ ইবান, জাহেদুল ইসলাম, রিচি বড়ুয়া, তাহমিদ, নুর মোহাম্মদ সাকিব, কাজী তাহসীন, রাহাত উদ্দীন, আরিফুল ইসলাম, ফাহিম, মিনহাজ উদ্দীন, আনোয়ার ইসলাম, শান্তা ইসলাম, রিনা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত বলেন- জ্ঞাননির্ভর সমাজ গঠনে বই পাঠের বিকল্প নেই। আমাদের তরুণ শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি করছে চন্দনাইশ বই বিনিময় উৎসব উদযাপন পরিষদ। এটি একটি মহৎ উদ্যোগ তাদের সর্বাত্মক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।

বন্যা পরিস্থিতি: চট্টগ্রামোতায়েনম ও বান্দরবানে সেনা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলে অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় এ দুই জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জানায়, চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

টানা কয়েকদিন ধরে চট্টগ্রামে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে নগরের বিভিন্ন নিচু এলাকা তলিয়ে যাচ্ছে এবং বহু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়া একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।

অন্যদিকে, সোমবার সন্ধ্যা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে। বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি তরুণদের মায়ামিতে লা লিগা যে কারণে বার্সেলোনার ম্যাচ বাতিল করলাে ট্রাইব্যুনাল থেকে ১৫ সেনা কর্মকর্তাকে পাঠানো হলো সাবজেলে খুলনার নদ–নদী থেকে এক বছরে ৫০ লাশ উদ্ধার হাজির করা হলো সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প