বিচ্ছেদের ঘোষণা দিলেন ফারিয়া

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। গান, অভিনয় ও উপস্থাপনায় নিজের কারিশমা দেখিয়েছেন তিনি। রনি রিয়াদ রশীদের সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করে পারিবারিক চাপে দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা।

সেই ধারাবাহিকতায় ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেন নুসরাত ফারিয়া।

ওই বছরের ১২ জুন ফারিয়া ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে বাগদানের খবরটি দেন। আংটি বদলের আড়াই বছর পেরিয়ে গেলেও বিয়ে করেননি এই নায়িকা। এবার ঘটা করে বিচ্ছেদের খরব জানালেন নুসরাত ফারিয়া নিজেই। জানালেন বিয়েটা করছেন না তিনি। ভেঙে গেছে বিয়ের সম্পর্ক।

বুধবার (১ মার্চ) ফেসবুকে তার প্রেমিক ও হবু স্বামী রনিকে নিয়ে একটি বার্তা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লেখেনন, ‘আমার ভক্ত ও অনুসারীদের উদ্দেশে একটা কথা বলতে চাই, ৩ বছর আগে আজকের এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। জুটি হিসেবে একসঙ্গে ৯ বছর থাকার পর আলাদা হয়ে গেলাম। অনেক বাধা এবং চিন্তার পরে রনি এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের এত সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়ার জন্য আমারা নিজেরদের অনেক ভাগ্যবান মনে করি, যা আমাদের সব সময়ই জীবনের অংশ হয়ে থাকবে। আমি আমার ভক্ত ও অনুরাগীদের অনুরোধ করব, আমাদের কঠিন সময়েও যেন আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করেন। ধন্যবাদ, ফারিয়া।’

উল্লেখ্য, রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।

রাজধানীর উত্তরায় রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।

রাজধানীর উত্তরার ‘লাভলীন রেস্টুরেন্টে’ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের ওই রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘ওই রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

 

সবা:স:জু- ৪৪৩/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের