শরীয়তপুর জেলার সখিপুরে পরকীয়ার জেরে বাগিনার হাতে মামা খুন

শাহিন আহমেদ, ভেদরগঞ্জ প্রতিনিধিঃ

শরীয়তপুর সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ওহাব ঢালী কান্দি রুবেল খান, (২৫) পিতা: হাসু খান, একই গ্রামেরই বাগিনা রাজীব (১৮) পিতা: রসুল গাইন এর হাতে খুন হয় ।
স্থানীয় সূত্রে জানা যায় রুবেলের স্ত্রীর সাথে রাজীবের দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্ক রয়েছে। এ বিষয়টি জানতে পারলে মামা রুবেল ও বাগিনা রাজীবে মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে রাজীব ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে রুবেলকে আহত করেন। ২২/০২/২০২৩ তারিখে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি হাসপাতালে ০১/০/২০২৩ তারিখে মৃত্যু হয়। মররদেহ ঢাকা থেকে শরীয়তপুরের সখিপুর ডিএম খালী গ্রামের বাড়ীতে আসলে একহৃদয় বিধায়ক দৃশ্যের সৃষ্টি হয়। গ্রামের মানুষ দলবেঁধে নিহতের বাড়ীতে আসতে থাকে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন মৃত্যুর সংবাদ পেয়ে মামার বাড়ী থেকে আসামি রাজিবকে গ্রেফতার করি। এবং লাশ পোস্টমর্টেমের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আসামী রাজীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের দখলে শরীয়তপুর গনপুর্ত ও ডিসি অফিস

স্টাফ রিপোর্টার:

স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের আগে শরীয়তপুর জাজিরা উপজেলাধীন নাওডোবা হতে চাঁদপুর ফেরিঘাট পর্যন্ত সরকারি বিভিন্ন প্রকল্প এর মধ্য হতে পাঁচটি মেগা প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে অবকাঠামোর ক্ষতিপূরণ বিল দেওয়ার অজুহাতে অনিয়ম ও দুর্নীতি ।দুর্নীতির কেচ্ছাকাহিনি সংবাদমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু হাসিনার আমলে বিভিন্ন দপ্তরে দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদক্ষেপগুলো জনগণের সঙ্গে নিষ্ঠুর মশকরা ছিল। অর্থনীতির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে দিয়ে দুর্নীতিকে সর্বগ্রাসী প্রাতিষ্ঠানিকতা প্রদান করেছিলেন।

শরীয়তপুরের দুর্নীতিবাজ দালাল চক্র সাবেক সংসদ সদস্য এনামুল হক শামীম, মোজাম্মেল, ইকবাল হোসেন অপুর অত্যন্ত প্রিয়ভাজন ও পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে ২০০৯ সাল থেকেই সুপরিচিত ছিলেন। সেই সুবাদে শরীয়তপুরের দালাল চক্র সব রকমের রাজনৈতিক-অরাজনৈতিক, বৈধ-অবৈধ উদ্দেশ্য সাধনে সার্বক্ষণিক প্রয়াস রেখেছেন।
জাজিরা উপজেলায় পদ্মা সেতু প্রকল্প, নাওডোবা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট প্রকল্প, তাঁতপল্লী প্রকল্প,ফোরলেন রাস্তার দুইটি প্রকল্পসহ পাঁচটি প্রকল্পের বিভিন্ন অবকাঠামোর ভ্যালুয়েশন ক্ষতিপূরণ বিল তৈরি ও বিতরণ এর ক্ষেত্রে সরকারি প্রকল্পের শত শত কোটি টাকা দুর্নীতির মধ্য দিয়ে আত্মসাৎ করেন,এমনই অভিযোগ শরীয়তপুর জেলার গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী তিমির কুমার মন্ডল, সহকারি প্রকৌশলী আনিসুর রহমান, শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় এল এ শাখার সাবেক এডিসি রাজস্ব সাইফুদ্দিন গিয়াস,সাবেক ভূমি হুকুম দখল কর্মকর্তা (এল.ও)পলাশ ,বর্তমান ভারপ্রাপ্ত কানুনগো মইনুল (সুফিয়ান) সার্ভেয়ার বাদল, গোবিন্দ চক্রবর্তী এর বিরুদ্ধে।শরীয়তপুর জেলার চার লেন সড়কের ২টি প্রকল্পের জন্য সরকার জমি অধিগ্রহণ করে নেয় এবং জমিতে থাকা ঘর, গাছ, ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল অবকাঠামোর ক্ষতিপূরণ দিচ্ছে সরকার আর সেই সুযোগকে কাজে লাগাতে দুর্নীতিবাজরা পুরনো অবকাঠামোর সাথে নতুন অবকাঠামো তালিকায় অন্তর্ভুক্ত করে দেন এবং গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার তিমির কুমার মন্ডল, ইঞ্জিনিয়ার আনিসুর রহমান দালাল চক্রদের কাছ থেকে নগদ ঘুষের টাকার বিনিময়ে বিভিন্ন অবকাঠামোর ক্ষতিপূরণ বিলের ভেলুয়েশন করার ক্ষেত্রে তিন চার গুণ বেশি হারে অবকাঠামো বিল তৈরি করে দিয়েছেন যার কারনে সরকারি প্রকল্প দুইটির,শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার মিশন একপর্যায়ে সফল হয়।শরীয়তপুর সদর থেকে সখিপুর নরসিংহপুর চাঁদপুর ফেরিঘাট পর্যন্ত এবং পদ্মা সেতু অ্যাপ্রোচ থেকে শরীয়তপুর সদর পর্যন্ত দুটি ফোরলেন সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। শরীয়তপুর বাসীর স্বপ্নের এই সড়ক দুটির কাজ সম্পন্ন হলে ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলসহ সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগের নিরাপদ ও সহজ নেটওয়ার্ক তৈরির মাধ্যমে সড়ক যোগাযোগে এক নতুন দিগন্ত উন্মোচন হবে; যা শরীয়তপুর কে যোগাযোগ, শিল্পায়ন ও কৃষিসহ সার্বিক উন্নয়নের শিখড়ে পৌঁছে দিবে।তবে স্থানীয়রা জানিয়েছেন অনিয়ম ওদুর্নীতির কারণে এই প্রকল্পে ব্যয় অনেকটা বেড়ে যায়, স্বৈরাচারী শেখ হাসিনার দোসর ইকবাল হোসেন অপু,মোজাম্মেল ও এনামুল হক শামিম এর ক্ষমতার অপব্যবহার করে
কাউকেই তোয়াক্কা না করে দুর্নীতির উৎসবে মেতেছিল শরীয়তপুরের দালালচক্র , বর্তমানেও তা চলমান অনিয়ম ও দুর্নীতির বিষয়টি প্রশাসনের নজরে আসলে বিভিন্ন মন্ত্রণালয় এর কর্মকর্তারা নীরবতা পালন করে আসছে রহস্যের জাল ঘেরা কোথায় জানতে চায় এলাকাবাসী।সেই সাথে শরীয়তপুর জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণে এমন ঘটনার সঙ্গে জড়িত দালাল ও সরকারি কর্মকর্তারা বর্তমানেও থেমে নেই। সরজমিন অনুসন্ধানে দেখা যায়, শরীয়তপুর থেকে নরসিংহ পুর ফেরিঘাট প্রকল্পের (২৮,২৯,৩০,৩১,৩২)নং এল এ, কেস ও শরীয়তপুর হইতে নাওডোবা প্রকল্পটির (১২,৭,৬,)নং এল এ, কেস এর অবকাঠামো বিল এর পুনরায় নিরপেক্ষ তদন্ত করলে বেরিয়ে আসবে রহস্য কোথায় তার সাথে সরকারের শত কোটি টাকা রক্ষা পাবে এমনই তথ্য জানায় স্থানীয় এলাকাবাসী।এডিসি সাইফুদ্দিন গিয়াস মাদারীপুর ডিসি অফিস হইতে শরীয়তপুর অফিসের এডিসি রাজস্ব পদে তাঁর পদোন্নতি অস্বাভাবিক দ্রুতগতিতে সম্পন্ন হয়েছিল। তাঁর সবচেয়ে ন্যক্কারজনক অপরাধ ছিল ঘুষের টাকা হাতে পাইলে যে কোন ক্ষতিপূরণ বিলের চেক দালালদের হাতে তুলে দিতেন।
যেমনটা হয়েছিল জাজিরা উপজেলার নাওডোবা তাঁতপল্লী প্রকল্পের ক্ষেত্রে আদালতে একাধিক দেওয়ানী মামলা থাকা সত্ত্বেও দুর্নীতির মাধ্যমে ভূমির ক্ষতিপূরণ বিলের চেক প্রদান করেন, শরীয়তপুরের বিশিষ্ট রাজনীতিবিদ জনাব কালু সর্দার সাংবাদিকদের জানায়
হাসিনা সরকারের আমলে বড় বড় অবৈধ কার্যক্রম পরিচালনায় সহায়তা করার কারণেই দীর্ঘদিন ধরে দালাল চক্র এবং সরকারি কর্মকর্তারা বে-লগাম দুর্নীতি ও অঢেল অবৈধ অর্থ উপার্জনের ব্যাপারে তাঁরা চাকরিকালীন সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশনের কোনো তৎপরতা দেখা যায়নি।
নানাবিধ দুর্নীতি ও অর্থ আত্মসাতের কেচ্ছাকাহিনিগুলো সংবাদমাধ্যমে সরবরাহ করা হয়েছে। অবশ্য, সংবাদমাধ্যমে এমন খবরও প্রকাশিত হয়েছিল
২০০৯ সালে হাসিনা সরকার ক্ষমতাসীন হওয়ার পর সাড়ে ১৫ বছর ধরে দুর্নীতির ব্যাপারে হাসিনার দৃষ্টিভঙ্গি ছিল প্রচণ্ডভাবে আশকারা দেওয়ার শামিল।
২০০৯ সালে হাসিনা ক্ষমতাসীন হয়েই ২০০৭-৮ সালের তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক প্রবর্তিত দুদক অরডিন্যান্সটি সংসদে অনুসমর্থন (রেটিফাই) না করে দুদককে আবার ‘নখ-দন্তহীন ব্যাঘ্রে’ পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছেন শরীয়তপুরের রাজনীতিবিদ কালু সর্দার ।
সরেজমিন অনুসন্ধানে তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের লোক হলেও বর্তমানেও তারা থেমে নেই ।দুর্নীতিবাজ ও প্রতারক দালাল চক্ররা হলেন
(১)বাদল জমাদার পিতা মৃত কবির জমাদ্দার,স্থায়ী ঠিকানা নাওডোবা জমাদার কান্দি থানা পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়ত, (২)সামাদ মাঝি, পিতা আবু আলী মাঝি, স্থায়ী ঠিকানা নাওডোবা সওদাগর কান্দি, থানা :পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর, (৩)মেজবা জমাদ্দার, পিতা মৃত শফি জমাদ্দার, স্থায়ী ঠিকানা নাওডোবা জমাদ্দার কান্দি, থানা :পদ্মা সেতু দক্ষিণ জেলা শরীয়তপুর, (৪)দেলোয়ার মুন্সী, পিতা মৃত :-রশিদ মুন্সি, স্থায়ী ঠিকানা :- নাওডোবা আহাম্মদ চোকদার কান্দি,থানা :পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর (৫)লাল মিয়া মোলঙ্গী, পিতা :-হানিফা মলঙ্গী, স্থায়ী ঠিকানা :নাওডোবা মোলঙ্গী কান্দি, থানা :-পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর, (৬)নাজমুল মোল্লা, পিতা মৃত :-সত্তার মোল্লা, স্থায়ী ঠিকানা :-নাওডোবা মজিদ হাওলাদার কান্দি, থানা:- পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর,(৭)বাবুল হাওলাদার, পিতা মৃত লাল মিয়া হাওলাদার, স্থায়ী ঠিকানা নাওডোবা চর মজিদ ঢালীর কান্দি, থানা :পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর, (৮)দাদন ঢালী, পিতা মৃত আমজাদ ঢালী, স্থায়ী ঠিকানা নাওডোবা হাজী তাহের ঢালীর কান্দি, থানা পদ্মা সেতু দক্ষিণ,জেলা শরীয়তপুর, (৯) ফারুক ঢালী, পিতা মৃত আব্দুল মান্নান ঢালী, স্থায়ী ঠিকানা নাওডোবা হাজী তাহের ঢালীর কান্দি, থানা পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর, (১০) ইলিয়াছ মাতবর, পিতা ইব্রাহিম মাদবর, স্থায়ী ঠিকানা নাওডোবা হাজী ছব্দের মাদবর কান্দি,থানা পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর, (১১) এমদাদ মাদবর, পিতা-মৃত দবির মাদবর, স্থায়ী ঠিকানা নাওডোবা মাদবর কান্দি,থানা পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর, (১২) সালাম শেখ, পিতা মৃত হাশেম শেখ,স্থায়ী ঠিকানা নাওডোবা মিঠু পুনাই হাজির কান্দি, থানা-পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর, (১৩) হারুন হাওলাদার, পিতা আক্তার হাওলাদার, স্থায়ী ঠিকানা – নাওডোবা হাজী ছব্দের মাদবর কান্দি,থানা পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর, (১৪) মন্নান মাদবর, পিতা- মৃত কালাই মাদবর,স্থায়ী ঠিকানা নাওডোবা বালিয়া কান্দি,থানা পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর, (১৫) শাকিল মুন্সি, পিতা লতিফ মুন্সি, স্থায়ী ঠিকানা কুতুবপুর করিম মাদবর কান্দি,থানা :-শিবচর, জেলা মাদারীপুর, (১৬) মনির মাদবর, পিতা- ইসমাইল মাদবর, স্থায়ী ঠিকানা কাজির হাট সংলগ্ন, থানা জাজিরা, জেলা শরীয়তপুর (১৭) শামীম মোল্লা, পিতা ইসমাইল মোল্লা, স্থায়ী ঠিকানা – কাজির হাট সংলগ্ন, থানা জাজিরা, জেলা শরীয়তপুর,(১৮) কাদির শিকদার, পিতা আবেদ আলী শিকদার, স্থায়ী ঠিকানা – নাওডোবা গয়জদ্দীন ঢালির কান্দি,থানা পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর,(১৯) মাহবুবুর রহমান, পিতা :- মতিউর রহমান, স্থায়ী ঠিকানা – জাজিরা আক্কেল মাহমুদ মুন্সি কান্দি, থানা – জাজিরা, জেলা শরীয়তপুর, (২০) বাহাদুর হাওলাদার, পিতা – কালু হাওলাদার, স্থায়ী ঠিকানা – গ্রাম দোতারা, ইউনিয়ন কাঠাল বাড়ি, থানা :- শিবচর, জেলা মাদারীপুর, (২১) লিপি, পিতা খালেক শিকদার, বর্তমান ঠিকানা নাওডোবা মাইনুদ্দিন জমাদ্দার কান্দি,থানা পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর,(২২) ইয়াকুব মুন্সী, পিতা মৃত আকবর মুন্সি, স্থায়ী ঠিকানা – শরীয়তপুর সদর, জেলা শরীয়তপুর,(২৩) মিনটু হাওলাদার, পিতা – মাওলানা ফজলুর রহমান হাওলাদার, স্থায়ী ঠিকানা নাওডোবা হাসেন মুন্সির কান্দি, থানা:- পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর, জাজিরা উপজেলার, পশ্চিম নাওডোবা ও মাদারীপুর জেলার, শিবচর থানা এলাকা দুর্নীতিবাজ দালাল চক্র রয়েছে।
শরীয়তপুর জাজিরা উপজেলাধীন ১০১নং মৌজায় তাঁতপল্লী সরকারি প্রকল্পের জমির অবকাঠামো ক্ষতিপূরণ বিল এর চেক দেয়ার ক্ষেত্রে শরীয়তপুর ডিসি অফিসের এল এ শাখার সাবেক এডিসি রাজস্ব সাইফুদ্দিন গিয়াস এর দুর্নীতি সীমাহীন প্রকল্প এলাকার ভূমির উপর দেওয়ানি মোকাদ্দমা থাকার কারণে ভূমির মালিকদের হইতে মোটা অংকের ঘুষের টাকা আদায়ের মাধ্যমে ক্ষতিপূরণ বিলের চেক প্রধান করেন, এডিসি সাইফুদ্দিন গিয়াস দুর্নীতির মধ্য দিয়ে যে সকল ক্ষতিপূরণ বিলের চেক দিয়েছেন তাহার আংশিক তালিকা দেওয়া হইলো (১)টোকেন নং ৫৪৩৮৯,তারিখ ২১/৩/২০২৪ইং,চেক গ্রহীতার নাম ছোবাহান, টাকার পরিমাণ ৬৬৩১৪৮৭,(২)টোকেন নং ৪৬২৩৩,তারিখ ২৮/২/২০২৪ইং চেক গ্রহীতার নাম আবু তাহের, টাকার পরিমান ৮৫৩৬০০,(৩)টোকেন নং ৬৬২০৫,তারিখ ২/৫/২০২৪ইং চেক গ্রহীতার মিঠুন হাসান তালুকদার প্রতিক টাকার পরিমান ৪৯৫৯৩৮৬.(৪)টোকেন নং ৬০৮২৮,তারিখ ৩/৪/২০২৪ইং চেক গ্রহীতার নাম মো: হারুন অর রশিদ,টাকার পরিমাণ ১৭৪৫০৮৩. (৫)টোকেন নং ৬০৬৮৮.তারিখ ৩/৪/২০২৪ইং চেক গ্রহীতার নাম জালাল মাদবর
টাকার পরিমান ১১৮২১০৪৬.(৬)টোকেন নং ৮১৯৭,তারিখ ০৭/০৮/২০২৪ইং চেক গ্রহীতার নাম ইউনুছ ব্যাপারী, টাকার পরিমান, ৪৮০৯০৪৯. উল্লেখিত যে সমস্ত ক্ষতিপূরণ বিলের চেক প্রদান করা হয় মোকাদ্দমা থাকার কারণে ৩০% হারে কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে এডিসি সাইফুদ্দিন গিয়াস চেক প্রদান করেছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের