শাহজালাল বিমানবন্দরে পিসিআর ল্যাব বসাবে ৭ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক॥
দেশের বিমানবন্দরগুলোতে ২-৩ দিনের মধ্যে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব স্থাপন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ল্যাব বসাতে সাতটি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আগামী ৬ দিনের মধ্যে শাহজালাল বিমানবন্দরে ল্যাব বসানো হবে। বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

সে সাতটি প্রতিষ্ঠান ল্যাব বসানোর অনুমতি পেয়েছে, সেগুলো হলো- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর এই সাত প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে। আর এই সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

চিঠিতে জানানো হয়, সাতটি প্রতিষ্ঠানের মধ্যে স্টেমজ হেলথ কেয়ার তিন দিনের মধ্যে বিমানবন্দরে ল্যাব স্থাপন করতে পারবে বলে মন্ত্রণালয়কে জানিয়েছে। বিমানবন্দরে বহির্গামী যাত্রীরা এখানে করোনার নমুনা পরীক্ষা করতে পারবেন ২ হাজার টাকায়। সিএসবিএফ হেলথ সেন্টারের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, প্রতিষ্ঠানটি নমুনা পরীক্ষার খরচ নেবে এক হাজার ৮৫০ টাকা। এএমজেড হাসপাতালের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, নমুনা পরীক্ষায় খরচ নেবে এক হাজার ৮০০ টাকা। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব স্থাপনে সময় লাগবে চার দিন, নমুনা পরীক্ষার খরচ নেবে ২ হাজার টাকা। জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজের ল্যাব স্থাপনে সময় লাগবে ছয় দিন, নমুনা পরীক্ষায় খরচ নেবে ১ হাজার ৭০০ টাকা। গুলশান ক্লিনিকের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, নমুনা পরীক্ষার খরচ নেবে এক হাজার ৭৫০ টাকা। আর ডিএমএফআর ল্যাব স্থাপনে সময় লাগবে চার দিন, তারা নমুনা পরীক্ষার খরচ নেবে দুই হাজার ৩০০ টাকা।

এই সাত প্রতিষ্ঠানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরের (এসওপি) আলোকে ল্যাব স্থাপনের প্রয়োজনীয় স্থান বরাদ্দসহ আনুষঙ্গিক ব্যবস্থা নিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।

পাশাপাশি সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান মেনে উপযুক্ত পরীক্ষাগার শুরুর নির্দেশ জারি করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।

আবারও ঊর্ধ্বমুখী করোনা। দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে

করোনায় একদিনে আরও ১৪ জনের শনাক্ত

ডেস্ক রিপোর্ট:

আবারও ঊর্ধ্বমুখী করোনা। দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (৯ জুলাই) পর্যন্ত ২৮১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) ৫ জন, চট্টগ্রাম জেলায় ৫ জন, রাজশাহী জেলায় ৩ জন ও ময়মনসিংহ জেলায় একজনের এই ভাইরাসটি আক্রান্ত।

চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬৭২ জনের। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি।

শেষভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যায় একজনের মৃত্যু হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের