রমজান উপলক্ষে টিসিবির কার্যক্রম শুরু

মোঃ সোহেল মোল্লা, স্বরুপকাঠি প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরেও আজ থেকে সরকার নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানির ট্যাংকির পাশে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ। প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা, ছোলা বুট প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প দামে এসব পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।

বর্তমান সরকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে এ সব পন্য সরবরাহ করছেন যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে। আর এগুলোর সুষ্ঠ সরবরাহ নিশ্চিত করতে তৎপর স্থানীয় প্রশাসন বলে জানান জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। পিরোজপুরের সাতটি উপজেলায় পর্যায়ক্রমে ৭৭ হাজার ৫০১ জনকে দুইবার করে এসব পণ্য বিতরণ করা হবে ।

পটুয়াখালীতে পৌর ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

মুন্নি বেগম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী প্রায় ৯ বছর পর পৌর শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ শনিবার বেলা ১১ টায় জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী সরকারী জুবিলী স্কুল মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান,জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান খলিল,জেলা ছাত্রলীগের সহ- সভাপতি হৃদয় আশীষ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নাসির হাওলাদার। এছাড়াও বক্তব্য রখেন  জেলা ও পৌর শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কর্মীসভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা’র বিজয় অর্জনে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা- কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কর্মীসভায় বৃষ্টির মধ্যে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়ে শ্লোগানে শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে।

এসময় বক্তারা আরো বলেন, এই অক্টোবর মাসেই জামাত ও বিএনপির নেতাকর্মীরা রাজনীতির নামে অপরাজনীতি শুরু করবে। ছাত্রলীগকে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।
এছাড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানানো হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি