এবারো ৪ শত পরিবারের ইফতার সামগ্রী বিতরণ করলেন রফিক খান

স্টাফ রিপোর্টারঃ

রাজধানী ঢাকার ৫৯ নং ওয়ার্ড মোহাম্মদবাগ এলাকার খান ভবনে, বিশিষ্ট সমাজসেবক প্রবাসী ব্যক্তিত্ব মোঃ রফিক খানের উদ্যোগে এবং তার বোন সাহানাজ বেগমের সার্বিক সহযোগিতায় ৪০০ অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তিনি এর আগেও অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতের সময় কম্বল বিতরণ করেছেন।

ইফতার সামগ্রী বিতরণের আয়োজনটি অনুষ্ঠিত হয় ২২ ই মার্চ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায়।
এসময় প্রবাসী ব্যক্তিত্ব, মোহাম্মদ রফিক খান হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অসহায় দুঃস্থ মানুষের কাছে তার জন্য দোয়া চেয়েছেন এবং সর্বসময় অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। উক্ত সময় তিনি তার বাবা-মায়ের জন্য সকলের কাছে দোয়া চান।
এ সময় তার বোন শাহনাজ বেগম বলেন, শীতের সময় আমরা অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আসন্ন রোজা উপলক্ষে ৪০০ অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলাম। সকলে আমার ভাই এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।

৭০ শতাংশ পুড়ে গেছে ৭ম শ্রেণির মাহতাবের ফেরেনি জ্ঞান

৭০ শতাংশ পুড়ে গেছে ৭ম শ্রেণির মাহতাবের ফেরেনি জ্ঞান

ডেস্ক রিপোর্ট:
মাইলস্টোন ট্র্যাজেডিতে শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে স্কুলের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. মাহতাব রহমানের। জ্ঞান না ফেরা ১৫ বছরের এই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এমতাবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া।

জানা গেছে, মাহতাব রহমান ভূঁইয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির মো. মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। তারা ঢাকার উত্তরায় একটি বাসায় থাকেন। মাইলস্টোন স্কুলে তার শিক্ষার্থী কোড নং ১০১৪।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত মাহতাব। তার বাবা প্রতিদিন ছেলেকে স্কুলে আনা-নেওয়া করতেন। গতকাল স্কুল ছুটির ঠিক ১০-১৫ মিনিট আগে হঠাৎ করে স্কুলের ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হয়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজে পেতে ছোটাছুটি করতে থাকেন।

এ ঘটনয় সপ্তম শ্রেণির মাহতাব রহমানকে গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে চিকিৎসকরা তাকে বার্ন ইউনিটের আইসিউইতে ভর্তি করেন।

মাহতাবের বাবা কান্নাজড়িত কণ্ঠে ছেলের সবশেষ অবস্থা নিয়ে বলেন, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছি, ছেলেকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে মাহতাবের শরীরের প্রায় অর্ধেক অংশ পুড়ে গেছে। আমার একমাত্র ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

মাহতাবের গ্রামের বাড়ির প্রতিবেশী মো. আবুল খায়ের জানান, ঘটনার পর মাহতাবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। তার এখনো জ্ঞান ফেরেনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি