সাংবাদিক রোস্তম মল্লিকের উপর অতর্কিত হামলা; কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদকঃ

সিনিয়র সাংবাদিক, দৈনিক আজকের সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও অপরাধজগত পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক রোস্তম মল্লিকের উপর গতকাল ২৫ এপ্রিল মঙ্গলবার আনুমানিক ১৫ থেকে ২০ জনের একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসীচক্র মাগুরার কলেজ পাড়ার ফুড ক্যাফে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় অতর্কিত হামলা চালায়। এই হামলায় রোস্তম মল্লিকের একটি হাত ও একটি পা ভেঙে যায় এবং মাথায় প্রচন্ড জোরে রড ও হকিস্টিক দিয়ে আঘাত করার ফলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়। পরে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাতে স্থানান্তর করা হয়। সাংবাদিক রোস্তম মল্লিক জানান, তার কলমকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য একটি মহল পরিকল্পিত ভাবে তার উপর এই হামলা চালিয়েছে। রোস্তম মল্লিকের স্ত্রী জানান ফুড ক্যাফে রেস্টুরেন্টে একটি অনুষ্ঠান ছিল, রাত ১০টার দিকে আমন্ত্রিত মেহমানরা চলে যাওয়ার পরে ১৫/২০ জনের একটি দল প্রথমে হাত বোমা নিক্ষেপ করে, পরে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করতে থাকে, এক সময় রাস্তার উপর পড়ে গেলে, তার ছোট মেয়ে বাবাকে রক্ষার জন্য এগিয়ে আসলে তাকেও রড দিয়ে আঘাত করে হাত ভেঙ্গে ফেলা হয়। বর্তমানে রোস্তম মল্লিকের অবস্থা আশংকামুক্ত। এ বিষয়ে মাগুরা থানার পুলিশ সারারাত অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে। তাদের পুলিশী জিজ্ঞেসাবাদ চলছে।

পুষ্পধারার ‘স্বপ্নবাজি’: ১০ বছরের প্রতারণা বাণিজ্য

নিজস্ব প্রতিবেদকঃ

স্বপ্ন সত্যি হবেই’—এমন লোভনীয় স্লোগানকে হাতিয়ার বানিয়ে গতএক দশক ধরে চলছেপুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর প্রতারণারব্যবসা সরকারি বিভিন্ন দপ্তরের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকর্মচারীদেরআঁতাত, চটকদার প্রচার মনোমুগ্ধকর মার্কেটিং কৌশলে সাধারণমানুষকে প্রলুব্ধ করে তারা প্লট, ফ্ল্যাট, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স কন্ডোমিনিয়ামের স্বপ্ন দেখায় লক্ষ্য গ্রাহকের পকেট খালি করারাজধানীর মালিবাগের জেমকন টাওয়ারে করপোরেট অফিস এবংবিদেশে শাখা খুলে প্রবাসীদের কাছ থেকেও অর্থ হাতিয়ে নিচ্ছেপ্রতিষ্ঠানটি

* বুকিং বাণিজ্যের ফাঁদ

২০১৪ সালে যাত্রা শুরু করে পুষ্পধারা ঢাকামাওয়া মহাসড়কের পদ্মাসেতুর কাছাকাছি এলাকায়পদ্মা ভ্যালিপদ্মা ইকোসিটিনামে দুটিপ্রকল্প চালু করে ভূমি মন্ত্রণালয়ের ভূতাপেক্ষ অনুমোদন দেখিয়ে বিক্রিকরে হাজার হাজার প্লট পদ্মা ইকো সিটির প্রচারিত লেআউট অনুযায়ীকয়েক হাজার বিঘা কৃষিজমি, প্রাকৃতিক জলাভূমি খাস জমিকেপ্রকল্পভুক্ত দেখানো হয় গুগল ম্যাপ কাগুজে নকশা দেখিয়ে নেয়া হয়বুকিং মানি বাস্তবে জমির দলিল কোম্পানির নামে না করে কোম্পানিরচেয়ারম্যান, পরিচালক বা এমডির ব্যক্তিগত নামে আমমোক্তার বাবায়না চুক্তি করা হয় ফলে প্রতারণার শিকার গ্রাহক আইনের আশ্রয়নিলেও টাকা আদায়ের আইনি পথ প্রায় বন্ধ

* শর্তের ফাঁদে গ্রাহক

কোম্পানি নিজের মতো করেপ্লট বরাদ্দের নীতিমালাতৈরি করেছে, যাআপাতদৃষ্টিতে গ্রাহকের স্বার্থ রক্ষার কথা বললেও ভেতরে ভেতরে রয়েছেশুভঙ্করের ফাঁকিগ্রাহকের আপত্তি অগ্রাহ্য করার বিধানসহ প্রকল্পডিজাইন লেআউট পরিবর্তনের পূর্ণ ক্ষমতা কোম্পানির হাতেবুকিংবাতিল বা কিস্তি বন্ধ হলে টাকা ফেরতের নিয়ম অস্পষ্ট বুকিং মানি কেটেবাকিটা চার কিস্তিতে ফেরত দেয়ার কথা বলা হলেও সময়সীমা উল্লেখনেই

* আইন ভেঙে বাণিজ্য

রিয়েল এস্টেট উন্নয়ন ব্যবস্থাপনা আইন২০১০ অনুযায়ী আবাসনপ্রকল্পে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিবন্ধন বাধ্যতামূলক হলেওপুষ্পধারার নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে গেছে মাস আগেপদ্মা ইকোসিটিবাপদ্মা ভ্যালি’- কোনোটিই অনুমোদিত প্রকল্প নয় তবুও তারাবাংলাদেশ ল্যান্ড ডেভলপার্স অ্যাসোসিয়েশন’ (বিএলডিএ) সদস্যপরিচয়ে প্লট বিক্রি করছে, যদিও বিএলডিএ কোনো অনুমোদন সংস্থানয়

* প্রভাবশালীদের ছত্রচ্ছায়া

প্রতারণা আড়াল বাজার বাড়াতে পুষ্পধারা প্রভাবশালী অবসরপ্রাপ্তসামরিক কর্মকর্তা, পুলিশ, আমলা, ব্যাংকার, এনবিআরকাস্টমসকর্মকর্তা, সাংবাদিক, এমনকি রাজনীতিকদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেব্যবহার করে কারো সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব, কারো মাসোহারা, কারো অনঅ্যারাইভাল পেমেন্টের ব্যবস্থা করে তারা সাম্প্রতিকরাজনৈতিক পরিবর্তনের পর বিএনপি ঘনিষ্ঠ একাধিক ডিরেক্টরওনিয়োগ দেওয়া হয়েছে

* ভুক্তভোগীদের বক্তব্যঃ

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী আমাদের সাথে কথাবলেছেন, তারা বলেন আমরা আমাদের অভিযোগ নিয়ে প্রশাসন সহবিভিন্ন জনের কাছে একাধিকবার গিয়েছে আর এর ফলে আমরা কোনসমাধান পাইনি পেয়েছি হুমকি আপনারা সংবাদ প্রকাশ করলে তাতেযদি আমাদের নাম থাকে তবে আমরা লাশ হয়ে যেতে পারি, আপনারআমাদের ভালো করতে গিয়ে আমাদের লাশ বানাবেন না তারা আরোবলেন এরা আমাদের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েপ্রভাবশালীদের সাথে ভাগাভাগি করে তাই তাদেরকে কেউ কিছু করতেপারবে না, আপনারা শুধু লিখতেই পারবেন কিন্তু তাদের কিছুই হবে না

* পুষ্পধারার দাবি

পুষ্পধারা আইন মেনে ব্যবসা চালিয়ে আসছে কোম্পানির জাতীয়গৃহায়ণ কর্তৃপক্ষের নিবন্ধন ২০১৫/৬২। নবায়নের পর এটির নম্বর২০২৪/১২। নবায়নকৃত নিবন্ধনের মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বলবআছে

এছাড়া ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে৩১.০০.০০০০.০৪০.৪১.০৫১.২৩.২৬০/() নং স্মারক মূলে ভূমিমন্ত্রণালয় এবং নভেম্বর ২০২৪ তারিখে, ০৫.৩০.৫৯০০.৩০৩.২৪.০২৭.১৭৮৮০ নং স্মারক মূলে মুন্সীগঞ্জ জেলাপ্রশাসন পুষ্পধারা প্রপার্টিজ লি. এর নামে আবাসিক প্রকল্পের ক্রয়কৃতজমি অকৃষি কাজে ব্যবহারের জন্য অনুমোদন দেয় ব্যবসায়িক স্বচ্ছতাবজায় রাখতে পুষ্পধারা ২০২৩ সালের ২১ নভেম্বর রাজধানী উন্নয়নকর্তৃপক্ষের নিবন্ধন পেতে আবেদন করে আবেদনটি এখনপর্যবেক্ষণাধীন

* প্রশাসনের ভূমিকা

স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে থানা পুলিশ, আইনশৃঙ্খলাবাহিনী, ভূমি অফিস, রাজউক, এনবিআর, দুদক, পরিবেশ অধিদপ্তরসবখানেই পুষ্পধারার প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছেএই বিষয়েসিরাজদিখানের ভুমি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তামুন্সীগঞ্জজেলা প্রশাসকের সাথে একাধিকবার এই বিষয়ে কথা বলার চেষ্টা করেওকথা বলা যায়নিতারা এই পুষ্পধারার কথা শুনলেই দেখা বা কথাবলতে চাননা

* জাগৃকের অবস্থান

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী আশপাশেঅনুমোদনহীন প্রকল্পের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা