শরীয়তপুর-চাঁদপুর ফেরীঘাটে ২০ কেজি গাঁজাসহ আটক

শাহীন আহমেদভে, দরগঞ্জ প্রতিনিধিঃ

কুমিল্লা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ২০ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় লিটন মোল্লা নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ মে) দুপুর ১২টার দিকে শরীয়তপুরের সখিপুর থানার নরসিংহপুর ফেরিঘাটের ২নং ঘাট থেকে তাকে আটক করা হয়।

লিটন মোল্লা মাদারীপুর জেলার সদর থানার চরনোসনা গ্রামের মৃত মো. জাহিদ মোল্লার ছেলে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের হরিনা ফেরি ঘাট থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা কাকলি ফেরি থেকে লিটন মোল্লাকে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। একটি মোটরসাইকেলের পেছনে দঁড়ি দিয়ে বেঁধে একটি ব্যাগের ভেতর পাঁচটি পোটলায় ২০ কেজি গাজা নিয়ে সে কুমিল্লার সাশন গাছা এলাকা থেকে মাদারীপুর যাচ্ছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূস্হ জাতি ও সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই – সাবেক সাংসদ শফিকুর রহমান কিরণ

আজিজুর রহমান বাবু। শরীয়তপুর প্রতিনিধি:

আজ ২৬ শে জানুয়ারী রোজ রবিবার শরীয়তপুর জেলার সখিপুরে হাজী শরীয়ত উল্লাহ কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ শফিকুর রহমান কিরণ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ শফিকুর রহমান কিরণ বলেন – স্বৈরাচারী পতিত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে সর্বত্র দলীয়করণ করে কোমলমতি সন্তানদের মেধাকে বাধাগ্রস্হ করা হয়েছিল । আমরা চাই শিল্প সাহিত্য সাংস্কৃতিতে আমাদের এলাকার সন্তানের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞায় সামনে এগিয়ে যেতে চাই। মনে রাখতে হবে – সূস্হ জাতি ও সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও পুষ্টি বিশেষজ্ঞ জনাব ডাঃ এএফএম ইকবাল কবির ফায়সাল, শরীয়ত উল্লাহ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আলহাজ্ব কামাল উদ্দিন আহমদ, হাজী শরীয়ত উল্লাহ কলেজের বিদ্যুৎসাহী সদস্য কামরুল হাসান রাজিব বক্তব্য প্র দান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মনজুরুল ইসলাম সরদার। অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দদের হাজী শরীয়ত উল্লাহ কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সন্মাননা প্রদর্শন করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী