দেবীগঞ্জে পৌর টোলের নামে অবৈধ চাঁদা আদায়

 

এনামুল,পঞ্চগড়, প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পৌর টোল আদায় করছেন দেবীগঞ্জ পৌরসভার কর্তৃপক্ষ। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সড়ক মহাসড়কের উপর যানবাহন থামিয়ে টোল আদায়ের নামে চলছে চাঁদা। টোল আদায়কে কেন্দ্র করে একদিকে লেগে থাকে রাস্তায় যানজট।

অন্যদিকে টাকা দিতে না চাইলে অল্প আয়ের চালকদের সাথে আদায়কারীদের ঝগড়া বিবাদ লেগে থাকে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর কতৃপক্ষ চাঁদা আদায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, মহাসড়কে যানবাহন থামিয়ে টোল আদায় বন্ধ করতে হাইকোর্টে দায়েরকৃত
রিট পিটিশন নং-৪৬/৪০/ ২০২২ এর ২১/০৪/২০২২ ইং মোতাবেক গত ২১ এপ্রিল আদেশের আলোকে টার্মিনাল ব্যতীরেকে কোন সড়ক বা মহাসড়ক থেকে টোল
উত্তোলন না করার জন্য সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করে সরক পরিবহন ও সড়ক মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা প্রদান করা হয়।

গত ২৫ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী টার্মিনাল ছাড়া ও টেন্ডার ছাড়া টোল আদায় করা যাবে না। পৌরসভার বিধানের ৯৮ ধারার ৭ নং অনুচ্ছেদ অনুসারে শুধুমাত্র পৌর মেয়র নির্মিত টার্মিনাল ছাড়া পার্কিং ফির নামে টোল আদায় সম্পূর্ণ অবৈধ।

অথচ পৌর উন্নয়নের নামে ব্যাটারি চালিত ইজিবাইক, পাগলু, নছিমন, করিমন, সিএনজি মিশুক, বঙ্গা মেশিন, ভ্যান, থেকে টোল আদায়ের রশিদ দিয়ে সড়ক মহাসড়কের একাধিক স্থানে চাঁদাবাজি চলছে। অথচ দেবীগঞ্জ পৌরসভা এলাকাধীন কোন টার্মিনাল নেই।

কিন্তু আদালতের নিষেধাজ্ঞ মানছে না দেবীগঞ্জ পৌর কর্তৃপক্ষ। দেবীগঞ্জে সড়ক মহাসড়কে ইজিবাইক, পাগলু, সিএনজি, ভ্যান সহ যানবাহন গতিরোধ করে রশিদ দিয়ে
১০/১৫ টাকা টোলের নামে প্রতি মাসে প্রায় ২/৩ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। যানবাহন দাঁড় করিয়ে রশিদের মাধ্যমে টোল নেওয়ার নামে চাঁদা আদায় করা হচ্ছে।

এই বিষয়ে জানতে মেয়র আবু বক্কর সিদ্দিককে ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাদ জাহান বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনি যেহেতু অবগত করলেন আমি বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিব।

রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ লুটে গোলাম ছরওয়ার লিটন এর সম্পদের পাহাড়!

মোঃ ইব্রাহিম হোসেন:

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আওয়ামী লীগের সদস্য ও ৯নং ব্রম্মগাছা ইউনিয়ন এর চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন এর কাছে থেকে জন্ম নিবন্ধন নিতে গেলেও ৭/৮ শত টাকা হাতিয়ে নেয় এই দুর্নীতিবাজ গোলাম ছরওয়ার লিটন এছাড়াও আরো অনেক অভিযোগ রয়েছে এই আওয়ামী চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন এর বিরুদ্ধে।

সার্বজনীন পেনশন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ও উপহার :
বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতা,মাতৃকালীন ভাতা ইত্যাদি চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সেই কার্ড নিয়ে চলছে রমরমা ব্যবসা, অসহায় হতদরিদ্র মানুষের কাছ থেকে নিচ্ছেন ৬/৯ হাজার টাকা তবু ও অসহায় মানুষের মাঝে তাদের প্রাপ্ত কার্ডটি বুঝিয়ে দিচ্ছেন না ,এই সব অনিয়ম চলছে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে তবুও দেখার কেউ নেই। ভুক্তভোগীদের অভিযোগ চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে বলে টাকা দিয়েছেন অল্প তাই আরো কিছু টাকা লাগবে তারপর আপনার কার্ড বুঝিয়ে দিবো। তাহলে এই অসহায় মানুষের কি হবে? না পাচ্ছে তাদের দেওয়া টাকা ফেরৎ, না পাচ্ছে তাদের প্রাপ্ত কার্ডটি।

আরো জানা যায়, এলাকার কোন বিচার সালিশে তাকে নিতে হলে দিতে হয় মোটা অংকের টাকা।

এছাড়া সরকারি স্যানিটেশন প্রকল্পের টিউবওয়েল যদিও ফ্রি দেওয়ার কথা রয়েছে তবে গোলাম ছরওয়ার লিটন চেয়ারম্যান নিয়ে থাকেন টিউবওয়েল প্রতি ১০/১২ হাজার টাকা এবং নিজস্ব আত্মীয় স্বজনদের মধ্যে দিয়ে থাকে।

দীর্ঘ প্রায় সাড়ে ৭ বছরে ব্রম্মগাছা ইউনিয়নে উল্লেখযোগ্য কোন উন্নয়ন দেখা যায়নি এমনটি জানিয়েছেন স্থানীয়রা
তবে চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন এর ব্যক্তিগত উন্নয়ন বেশ ভালই হয়েছে। রায়গঞ্জ উপজেলা ১নং ধামাইনগর ইউনিয়নে কিনেছে ২৫ বিঘা জমি,
৮নং পাঙ্গাসী ইউনিয়নে রয়েছে ১০/১২ বিঘা জমি, ব্রম্মগাছা
রয়েছে ২ বিঘা জমি,৬নং ধানগড়া বাজারে রয়েছে বিশাল একটি কাপড়ের শো-রুম, কিনেছেন ব্যক্তিগত প্রাইভেটকার, নিজে বসবাস করার জন্য তৈরী করেছে একটি দৃষ্টিনন্দন বাড়ি সেই বাড়ীতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি টাকা, বিশ্বাস্য সূত্রে জানা যায় তার শাশুড়ীর নামে ব্যাংকে রেখেছেন ৯০/৯৫ লক্ষ টাকা, কোন চাকরি বা ব্যবসা ছাড়াই গোলাম ছরওয়ার লিটন এখন কয়েক কোটি টাকার মালিক। একসময়ে অভাবের তাড়নায় মানুষের কাছে থেকে বিড়ি সিগারেট চেয়ে খেতেন এই গোলাম ছরওয়ার লিটন আর সেই গোলাম ছরওয়ার লিটন চেয়ারম্যান হওয়ার পর থেকে মাত্র সাড়ে ৭ বছরে এখন সে হয়ে গেছে কোটিপতি।

ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি