কিশোরগঞ্জে ১৫-১৮ জুন থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি;
কিশোরগঞ্জে ৪ লাখ ৯৯ হাজার ৭শ’ ১৭ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রাউন্ডে আগামী ১৫-১৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৮ হাজার ৭শ’ ৭৪ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৪০ হাজার ৯৪৩ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার (১১ জুন ) বিকেলে কিশোরগঞ্জ সিভিল সার্জন সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, ১৫-১৮ জুন চারদিন ব্যাপী এ ক্যাম্পেইনে ২ হাজার ৭৭৪টি কেন্দ্রে শিশুদের এ টিকা খাওয়ানো হবে। এ কাজে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ১ হাজার ২৫১ জন ও ৫ হাজার ৫৪৮ স্বেচ্ছাসেকসহ মোট ৬ হাজার ৭৯৯ জন কর্মী ক্যাম্পেইন সফল করতে নিয়োজিত থাকবেন।

সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর- ডিডিসি) ডা.আলপনা মজুমদারসহ সাংবাদিকগণ আলোচনায় অংশ নেন। এসময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে শীতবস্ত্র বিতরণ করল দূর্বার তারুণ্য

স্টাফ রিপোর্টারঃ

“কেবল কম্বল নয়, বয়স ভেদে শীতবস্ত্র করবো দান, বেঁচে থাকুক সব প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে দেশের জনপ্রিয় সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য তারুণ্য ‘শীতের আমেজ’ নামক শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট উদ্বোধন করেছে জানুয়ারির শুরুর দিকে।

তারই ধারাবাহিকতায় আজ (২৪ জানুয়ারি) মঙ্গলবার দূর্বার তারুণ্যের কিশোরগঞ্জ জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাবেল এর উদ্যোগে কিশোরগঞ্জ সদর থানায় শতাধিক মানুষকে কম্বল ও শীতের বিভিন্ন পোশাক বিতরণ করা হয়। এসময় আশেপাশের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বিভিন্ন বয়স ও পেশার শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই প্রজেক্ট এর বিশেষত্ব হল- বিভিন্ন বয়সের মানুষকে তাদের সাইজ অনুযায়ী শীতের পোশাক দেয়া হয়। যা গায়ে জড়িয়ে তারা নিজেদের কার্যক্রম নির্বিঘ্নে চালাতে পারবে।

এ সম্পর্কে হাবিবুর রহমান পাবেল বলেন, আমার ১০ টাকার মধ্যে ৫ টাকাই আমি অসহায়কে দিতে পছন্দ করি,অসহায়দের দেওয়ার মতো আনন্দ পৃথিবীতে আর হতে পারেনা। আমি দূর্বার তারুণ্য থেকে শিখেছি কিভাবে মানুষের পাশে দাড়াতে হয়। তাই নিজের মতো করে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আজীবন মানুষের পাশে থাকতে পারি।

প্রজেক্ট নিয়ে দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ বলেন, পাবেল ভাই আমাদের কার্যক্রমের সফলতার উদহারন। কারন তিনি ব্যক্তি উদ্যোগে আজ মানুষকে দান করেছেন। এটাই তো আমাদের প্রজেক্টের স্বার্থকতা। আজ তিনি দান করেছেন, কাল সবাই যদি এগিয়ে আসে তাহলে কোন দুঃখী মানুষ পাওয়া যাবে না,সাহায্য করার জন্য।

এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সাবেক নেতৃবৃন্দসহ দূর্বার তারুণ্য এর সাধারণ স্বেচ্ছাসেবকরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম