হোমনায় হত্যা মামলায় জামিন পেলেন ইউপি চেয়ারম্যান:ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ

সৈয়দ আনোয়ার, হোমনা থেকে:

কুমিল্লার হোমনায় হত্যা মামলায় আদালত থেকে জামিন পেলেন উপজেলার আসাদপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন পাঠান। জামিন পেয়ে বাড়িতে ফিরলে তাকে ফুল দিয়ে বরণ করে নিতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সাধারণ সদস্য সহ শতশত নারী পুরুষের ঢল নামে।

গতকাল রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে একটি হত্যা মামলায় ১৬ মাস কুমিল্লা কারাগার থেকে কারাভোগ শেষে জামিনে মুক্তি লাভ করে তাঁর নিজ এলাকা আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামে রাতে পৌঁছলে, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোঃ মুকবুল পাঠান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ এলাকার শত শত নারী-পুরুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়।

জামিন পাওয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান বলেন,আমি এই ইউনিয়নের পর পর চার বার জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আমি ও আমার পরিবার মানুষের জন্য কাজ করি,আসাদপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন সহ মানুষের জীবনমান সহজ করতে ধারাবাহিক কাজ করছি। ফলে উন্নয়ন বিরুধি একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাকে সহ আমার পরিবারকে হয়রানী করছে। সর্বশেষ একটি হত্যা মামলায় ষড়যন্ত্রমুলক ভাবে আমাদের জরিয়ে বিনা অপরাধে জেল খাটিয়েছে।

আমি চারবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। আজ আমার ইউনিয়নের শতশত নারী পুরুষ আমাকে ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে ভালবাসার স্বাক্ষর রেখেছে।

এসময় তিনি সঠিক তদন্তপূর্বক এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি এই বিবেদ ভুলে সবাইকে ইউনিয়ন গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

যেসব কারণে টিকে থাকে ভালোবাসা

স্টাফ রিপোর্টার: ভালোবাসা কেবল রোমান্টিক মুহূর্তের সমন্বয় নয়, বরং এর চেয়ে অনেক বেশি কিছু। এটি দৈনন্দিন অভ্যাস যা দু’জনের মধ্যে শক্তিশালী এবং স্থায়ী সংযোগ তৈরি করে। সুস্থ সম্পর্কের জন্য প্রচেষ্টা, ধৈর্য এবং অনেক ছোট ছোট কাজ সঠিকভাবে করা প্রয়োজন। কথা বলার ধরন থেকে শুরু করে কীভাবে একে অপরকে সমর্থন করেন, এরকম কিছু অভ্যাসই আপনাদের সম্পর্কটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক কোন অভ্যাসগুলো সম্পর্কে ভালোবাসা বাঁচিয়ে রাখে-

ঝগড়া হলেও সম্মান দেওয়া

প্রত্যেক দম্পতিরই মতবিরোধ থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কীভাবে সেটি নিয়ন্ত্রণ করেন। যেসব দম্পতি সত্যিকার অর্থে একে অপরকে ভালোবাসেন তারা জানেন যে এটি তর্ক জেতার বিষয় নয় বরং শোনা, একে অপরের দৃষ্টিভঙ্গিকে সম্মান করা এবং একসঙ্গে সমাধান খুঁজে বের করার বিষয়। বোঝাপড়া ভালো থাকলে তখন মতবিরোধ বরং দূরত্ব ঘোঁচাতে কাজ করে।

একে অপরের জন্য সময় বের করা

জীবন কঠিন হতে পারে, কিন্তু আপনাকে ভালোবাসার মানুষটির সঙ্গে সংযুক্ত থাকার উপায় খুঁজে বের করতে হবে। তা সকালের কফি, ডিনার অথবা ঘুমানোর আগে কয়েক মিনিটের জন্য নিজেদের কথাগুলো বলাই হোক না কেন, তারা একে অপরের জন্য সময় বের করে। অন্য সবকিছু যখন ব্যস্ততাপূর্ণ মনে হয়, তখনও এই মুহূর্তগুলো সম্পর্ককে দৃঢ় রাখতে সাহায্য করে এবং আপনাদের দুজনকেই মনে করিয়ে দেয় যে আপনারা একসঙ্গে আছেন।

সবকিছুতে আনন্দ খুঁজে পাওয়া

আপনি যদি মজা না করেন, তাহলে এর অর্থ কী? সম্পর্ক মানে কেবল কষ্টের মধ্য দিয়ে যাওয়া নয় – বরং সবকিছু একসঙ্গে উপভোগ করা। তা রসিকতা ভাগাভাগি করা, ভ্রমণ করা অথবা আবোল-তাবোলা কিছু করা হোক না কেন, একসঙ্গে হাসতে এবং সবকিছুকে সহজভাবে নিতে জানা জরুরি। যখন দু’জনেই মজা করেন, তখন বাকি সবকিছুই ঠিকঠাক হয়ে যায়।

সরাসরি কথা বলা

সফল দম্পতিরা জানে যে কোনোকিছু নিয়ে সরাসরি কথা বলা কতটা গুরুত্বপূর্ণ। তারা তাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং উদ্বেগ খোলাখুলিভাবে ভাগ করে নেয়। সরসরি কথা বললে তা আর বড় সমস্যায় পরিণত হতে পারে না। এর ফলে বিশ্বাস আরও শক্তিশালী হয়।

প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করা

ছোট ছোট আচরণই পার্থক্য তৈরি করে। সকালে সারপ্রাইজ কফি, চেক ইন করার জন্য একটি দ্রুত বার্তা অথবা হাঁটার সময় হাত ধরে থাকা, ভালোবাসলে মানুষ এই মুহূর্তগুলোকে অগ্রাধিকার দেয়। প্রতিদিনের মুহূর্তগুলোতে কৃতজ্ঞতা প্রকাশ বন্ধনকে শক্তিশালী করে। এই ছোট ছোট কাজগুলোই উভয়কেই একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার কথা মনে করিয়ে দেয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান