সাংবাদিক সোহেলকে মাদক ব্যবসায়ীর হুমকি

স্টাফ রিপোর্টারঃ

সাভারে কর্মরত মো: সোহেল মিলা (৩৮), পিতা-মৃত বাচ্চু মিয়া, মাতা- আমেরন বেগম, এ/পি সাং-আতাউর রহমান মার্কেট, জয়নাবাড়ী, হেমায়েতপুর, থানা- সাভার, জেলা-ঢাকা, থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন যে, সোহেল একজন সংবাদকর্মী প্রতিদিনের নায় ইং-১৮/০৭/২০২৩ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় মাদক সংবাদ সংক্রান্ত বিষয়ের জন্য সাভার মডেল থানাধীন হেমায়েতপুরস্থ ঋষিপাড়া সামনে যাই, তখন বিবাদী ১। নির্মল দাস (৪৫), পিতা- অজ্ঞাত, ২। বিপলব (৪৫), পিতা-অজ্ঞাত, উভয় সাং-ধল্লা, থানা- সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-হেমায়েতপুর, থানা- সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়সহ আরও অজ্ঞাতনামা ৬/৭ জন বিবাদী আমার উপর অতর্কিতভাবে আক্রমণ করে। আমি কোন কিছু বুঝিয়া উঠার পূর্বেই বিবাদীরা আমাকে মারধর করিতে উদ্যত হয়। পরবর্তীতে আমি চিৎকার করিলে আমার ডাকচিৎকার শুনিয়া আশেপারে লোকজন আগাইয়া আসিতে থাকিলে ২নং বিবাদী আমাকে হুমকী দিয়ে বলে যে, উক্ত ঘটনার কথা কাউকে কিছু বলিলে আমাকে প্রাণে মারিয়া ফেলিবে এই মৰ্মে প্রাণ নাশের হুমকী দিয়ে চলিয়া যায়। ঘটানার শেষে আমি উক্ত স্থান হইতে চলিয়া আসার পর উল্লেখিত বিবাদীদের ব্যবহৃত মোবা: ০১৭২৬-১৪৪৪১৬ হইতে আমার ব্যবহৃত মোবাইলে ফোন করিয়া পূর্বের ন্যায় আমাকে হুমকী দিয় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া ফোন কাটিয়া দেয়। বিবাদীর ভয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে । উক্ত ঘটনার বিষয় এলাকার লোকজনদের সহিত আলচনা শেষে থানায় আসিয়া অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনায় সাংবাদিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

প্রয়াত আওয়ামীলীগ নেতা ‍আব্দুর রাজ্জাকের বাসার কাজের ছেলে আজ শত শত কোটি টাকার মালিক

মো: হুমায়ূন কবির:
আব্দুর রশিদ গোলন্দাজ। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর গ্রামের পবন আলী গোলন্দাজের ছেলে।পবন আলী ছিলো কাঠুরিয়া, ডামুড্যার কনেশ্বর বাজারে লকরি বিক্রি করতো। রিশিদ অভাব অনটনের কারনে পড়ালেখা বাদ দিয়ে ঢাকায় চলে আসে। সে ঢাকায় সেগুন বাগিচায় একটি বাসায় দাড়োয়ানের চাকরি নেয় বেশ কিছুদিন চাকরী করার পর চুরির অপরাধে তার চাকরি চলে যায় এর পর এক স্খানীয় নেতার সাথে আওয়ামীলীগের প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের অফিসে য়ায়। সেখানেই বেশ কিছু দিন আসা যাওয়ার পর আব্দুল রাজ্জাক তাকে বাসায় লোক হিসেবে নিয়োগ দেন। ছিলেন প্রয়াত পানিসম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাকের বাড়ির কেয়ারটেকার। এরপর প্রয়াত মন্ত্রীর ছেলে নাহিম রাজ্জাকের এপিএস হিসাবে কাজ করতেন। পরে তিনি ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন নির্বাচিত হন। এরপর চলতি বছর ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে শুরু করেন টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্য। এভাবেই কোটিপতি বনে গেছেন। ব্যবহার করেন বিলাসবহুল গাড়ি। নামে-বেনামে রয়েছে তার অঢেল সম্পদ। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এলাকা থেকে পলাতক রয়েছেন। জানা যায়, আব্দুর রশিদ গোলন্দাজের বাবা ছিলেন একজন কৃষক। ডামুড্যা উপজেলা পরিষদের নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী নিজেকে এসএসসি পাশ দাবি করলেও এলাকার লোকজন বলছেন আব্দুর রশিদ অষ্টম শ্রেণি পাশ। তিনি ১৯৯৫ সালে প্রয়াত পানিসম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাকের বাড়ির কেয়ারটেকার হিসাবে কাজ শুরু করেন। ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আশার পর শরীয়তপুর-৩ আসনের সংসদ-সদস্য আব্দুর রাজ্জাক পানিসম্পদমন্ত্রী হন। তিনি আব্দুর রশিদকে ব্যক্তিগত এপিএস হিসাবে নিয়োগ করেন। সেই থেকে আর আব্দুর রশিদ গোলন্দাজকে পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়ে যান আলাদিনের চেরাগ। ২০১১ সালে আব্দুর রাজ্জাক মারা যাওয়ায় ২০১২ সালে ছেলে নাহিম রাজ্জাক ওই আসনে উপনির্বাচনে সংসদ-সদস্য নির্বাচিত হন। তিনি বাবার নিয়োগ করা আব্দুর রশিদ গোলন্দাজকে ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসাবে রেখে দেন। নাহিম রাজ্জাকের এপিএস হওয়ার পর থেকে তিনি আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে শুরু করেন টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য এবং কোণঠাসা করতে শুরু করেন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদেরও। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালে এমপি নাহিম রাজ্জাকের প্রভাবে দলীয়ভাবে মনোনয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়দের অভিযোগ, তার ইশারায় মনোনয়ন দেওয়া হতো বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের। এভাবে কামিয়েছেন শতকোটি টাকা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে থেকেই নাহিম রাজ্জাকের বদলৌতে বেপরোয়া জীবনযাপন শুরু করেন তিনি। ৪ আগস্ট পর্যন্ত ডামুড্যায় প্রচণ্ড দাপটের সঙ্গে চলতেন আব্দুর রশিদ গোলান্দাজ। সুলতান হোসেন নামে কনেশ্বর ইউনিয়নের এক মুরব্বি জানান, রশিদ গোলান্দাজের বাড়িতে কোনো রকম একটি দোচালা টিনের ঘর ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই বাড়িতে এখন দোতলা আলিশান বিল্ডিং রয়েছে। এ ব্যাপারে রশিদ গোলন্দাজের মুঠোফোনে কয়েকবার ফোন করে তাকে পাওয়া যায়নি। গোপন সূত্রে খবর পাওয়া যায় তাকে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা গেছে। রশিদের নামে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা রয়েছে। শরীয়তপুর ৩ গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জের জনগণ রশিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে। রশিদ এলাকায় না থাকায় ইউনো অফিস, এ্যাসিল্যান্ড অফিস, পিআইও অফিস সহ বসাই স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান