গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা সলিম উল্লাহ মোস্তফা, উপজেলা আনসার বিডিবির কর্মকর্তা মোঃ নাজমুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক অনীল রায় ও সহ সাধারণ সম্পাদক মৃদুল সাহা চৌধুরী প্রমূখ।

উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৭ টি পূঁজা মন্ডপে এবছর শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে

মেঘনায় এক শিক্ষা প্রতিষ্ঠানে চলছে সার্টিফিকেট বানিজ্য

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মেঘনা উপজেলার মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের নামে প্রসংশাপত্র, সার্টিফিকেট ও মার্কশীট বানিজ্যের অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমি ২০২১ সালে এসএসসি পাশ করেছি। কিন্তু সাংসারিক জীবনে চলে আসার কারণে আমি পড়াশোনা স্থগিত করে দেই। যার ফলে এতদিন সার্টিফিকেট স্কুল থেকে উঠাইনি। আমি আবার পড়াশোনা করব, তাই আমার সার্টিফিকেট প্রয়োজন। সেজন্য সার্টিফিকেট দুইশত টাকা দিয়ে উঠিয়ে নিয়ে আসি। কিন্তু ভুল করে মার্কশীট উঠাতে মনে না থাকার কারণে পরবর্তীতে আমার মা ও ছোট বোনকে মার্কশীট উঠানোর জন্য ঐ স্কুলে পাঠাই। মার্কশীট উঠাতে গেলে আমার মায়ের কাছে তারা পাঁচশত টাকা চায়। আমার মা কাকুতি মিনতি করে তিনশত টাকা দিয়ে মার্কশীট উঠিয়ে নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে প্রিন্সিপাল আব্দুর রউফ মুঠোফোনে অস্বীকার করে বলেন, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে সার্টিফিকেট বা মার্কশীট বাবদ কোনো টাকা-পয়সা নেই না। তবে প্রসংশাপত্র দেওয়ার সময় কিছু টাকা নেই। অন্য প্রতিষ্ঠানেও নেয় তাই আমরাও নেই।
উপজেলার উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক বলেন, প্রসংশাপত্র, সার্টিফিকেট বা মার্কশীট উঠাতে কোনো সরকারি ফি দেওয়া লাগে না। আমি বিষয়টি খতিয়ে দেখবো।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার ভোরের কাগজকে বলেন, আমি বিষয়টি শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম