সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের রাজনীতি নেতৃত্ব শুন্য

মোঃ সোহেল মোল্লা, স্বরুপকাঠি প্রতিনিধি:
সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের রাজনীতি নেতৃত্ব শূন্য……..পিরোজপুর জেলা ছাত্রদলের আওতাধীন সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলে প্রায় তিন বছর আগে কমিটি দেওয়া হয়।সেই কমিটির নেতৃত্বে থাকা নেতৃবৃন্দ দীর্ঘসময় ধরে নিষ্ক্রিয় থাকার কারনে।প্রায় তিন মাস আগে ২০শে জুন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সিদ্ধান্তে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।বিলুপ্ত প্রেসে আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটি দেওয়া হবে সে কথা উল্লেখ থাকলেও।দীর্ঘ প্রায় তিন মাস হয়ে যায় কিন্তু নতুন কমিটির কোন প্রক্রিয়ার দেখা নাই।যেখানে স্বরুপকাঠী উপজেলার ছাত্র রাজনীতি সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্র রাজনীতির উপর নির্ভরশীল।দেশের এমন রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে কলেজ রাজনীতি এরকম দীর্ঘদিন কমিটি শূন্য থাকলে স্বরুকাঠীর ছাত্র রাজনীতি সংকটে পরার সম্ভাবনা। অতএব জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের রাজনীতির দিকে দৃষ্টি রাখা জরুরি।

বাউফলে বীর মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন

 

মাহামুদ হাসান বাউফল প্রতিনিধি।
বাউফলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন মৃধার নামে সড়ক উদ্বোধন করা হয়েছে।
১৩-১২-২০২২ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বাউফল উপজেলায় মদনপুরা ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডে বটতলা হইতে বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন মৃধার বাড়ি ভায়া মদনপুরা ইউনিয়ন পরিষদ
পর্যন্ত এ সড়কের নামকরণের ফলক উন্মোচন করেন পটুয়াখালী ২ বাউফল আসনের সাংসদ, সাবেক চীফহুইপ আ স ম ফিরোজ ।

ফলক উম্মোচন শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন মৃধা এবং ওই মহল্লার অধিবাসী প্রয়াত মোঃ সামসুল আলোম ও অন্য প্রয়াত গণ্যমান্য ব্যক্তিদের নামে দোয়া করা হয়।
সড়ক উদ্বোধন অনুষ্ঠানে বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ফারুক,জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ
ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন সোনালী ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম