ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আবারও নৌকার মাঝি হতে চান ইউপি চেয়ারম্যান রমজান আলী

 

চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন পরিষদের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আবারও নৌকার মাঝি হতে চান উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবার নির্বাচিত ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী।

গতকাল সোমবার বিকেলে ঘোরজান ইউনিয়নে ফুলহারা বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি আরোও বিগত পাঁচ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন এটাই প্রত্যাশা করছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ঘোরজান ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করব। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ।

৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু বক্কারের সভাপতিত্বে, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনের সঞ্চালনায়, পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী। আরো উপস্থিত ছিলেন, থানা আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শাহ‌আলম মল্লিক। ঘোরজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মুরাদ পুর দাখিল মাদ্রাসার সুপার সাইফুল মুরাদী, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বাহারুল মেম্বার, সম্পাদক শাহিন সিকদার। ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোকলেছুর রহমান, সম্পাদক আঃ হাই। ৪নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক আফসার আলী। ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ করিম মুন্সি, সম্পাদক আলমগীর মুন্সি। ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ লতিফ, সম্পাদক আঃ র‌উফ মেম্বার। ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোস্তফা তালুকদার, ৯নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক আঃ ওয়াজেদ আলী। সাবেক ওয়ার্ড আ’লীগের সভাপতি ছোবান সিকদার। ৫নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক চান উল্লাহসহ হাজারো জনতা।

বগুড়ায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় আহত ৬ জন

বগুড়ায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় আহত ৬ জন

ডেস্ক রিপোর্ট:

বগুড়ার শাজাহানপুরে একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা হঠাৎ পাংচার হয়ে দুটি সিএনজি অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশা চাপা দেওয়ার ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায়। শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী দ্বিতীয় বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন শাজাহানপুরের জুসখোলা গ্রামের মো. শাকিল (২৮), নিমগাছি ফকিরপাড়ার মোছা. রেশমী (৩২), মোছা. দোলেনা (৫০), মোছা. সালমা (৪৮), খোট্টাপাড়ার মো. মোকছেদুল (৫০) এবং একজন অজ্ঞাত ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে বগুড়াগামী এম আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা হঠাৎ পাংচার হয়ে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও রিকশাকে চাপা দেয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তাদের নিউরো সার্জারি, সার্জারি ও অর্থো সার্জারি ওয়ার্ডে পাঠান। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে দুর্ঘটনা প্রতিরোধে ফ্লাইওভার নির্মাণ ও মূল সড়কে অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানান। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আজিজুল ইসলাম জানান, মহাসড়কের মূল লেনে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। সচেতনতা বাড়লেই এসব দুর্ঘটনা কমানো সম্ভব।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, বাসের চাকা বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবির বিষয়ে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ